Ajker Patrika

১ মাসে ৬ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে শঙ্কা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৩
১ মাসে ৬ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে শঙ্কা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নভেম্বর মাসে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের ছয়টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে বন্ধ হয়ে পড়েছে পানি সরবরাহ। তাই কয়েক শ বিঘা আবাদি জমিতে পানি সেচ দেওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ভুক্তভোগী কৃষকেরা।

উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, নভেম্বর মাসের ছয়টিসহ মোট আটটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এ কারণে ওইসব গভীর নলকূপ থেকে পানি সরবরাহ বন্ধ রয়েছে। সুবিধাভোগী কৃষকদের নিজেদের অর্থায়নে ট্রান্সফরমার ক্রয় করে নলকূপ চালু করতে হবে।

এদিকে কৃষকেরা বলছেন, রাতে কারা এই চুরির ঘটনা ঘটাল, তা আমরা জানি না। আমরা কেন টাকা দিয়ে ট্রান্সফরমার কিনব। আমরা তো আর বিনা পয়সায় পানি নিই না। তারা তো এখান থেকে লাভবান হয়। তা ছাড়া তাদের কারণে আমাদের সেচ মেশিনগুলো বন্ধ করে রেখেছি।

জানা গেছে, চুরি হওয়া ট্রান্সফরমারগুলো হলো উপজেলার নয়নপুর, সন্ধ্যারই, বলিদ্বাড়া, খঞ্জনা, সন্ধ্যারই মীরডাঙ্গী অংশ, ভদ্বেশরী-১ ভদ্বেশরী-২ ও ভবানন্দপুর।

উপজেলার নয়ানপুর গিয়ে দেখা যায় ভুট্টা, গম, আলুখেতের পাশে পৃথকভাবে কয়েকজন কৃষক বসে রয়েছেন। তাঁদের মধ্যে ভুট্টাচাষি আব্দুল জালাল ও কবিরের সঙ্গে কথা হয়। তাঁরা জানান, ভুট্টাগাছের বয়স প্রায় এক মাস, তাই পানি দেওয়া জরুরি। বরেন্দ্র টিউবওয়েল নির্ভর আমরা, তা বর্তমানে বিকল। পানি নেওয়া বন্ধ। কীভাবে যে খেতে পানি দেব, বুঝে আসছে না। সঠিক সময়ে পানি না দিলে ভুট্টার ফলন হওয়ার সম্ভাবনা খুব কম।

উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কার্যালয়ের সহকারী প্রকৌশলী তিতুমীর রহমান বলেন, ‘আটটি ট্রান্সফরমার চুরি হয়েছে। কৃষকেরা না কিনতে চাইলে আমার কাছে একটি দরখাস্ত দিতে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত