Ajker Patrika

সংরক্ষিত এমপির দুই পদে সিলেট বিভাগে ১৭ নেত্রী তৎপর

ইয়াহ্ইয়া মারুফ, সিলেট
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯: ৫২
সংরক্ষিত এমপির দুই পদে সিলেট বিভাগে ১৭ নেত্রী তৎপর

সিলেট বিভাগের ১৯টি আসনের বিপরীতে প্রতিবারই জাতীয় সংসদে দুটি সংরক্ষিত মহিলা আসন দেওয়া হয়। এবার এ দুটি আসন পেতে প্রবাসী-অধ্যুষিত বিভাগের অন্তত ১৭ নেত্রী জোর প্রচেষ্টা চালাচ্ছেন। তাঁরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। প্রত্যেকেই সংসদ সদস্য হওয়ার ব্যাপারে আশাবাদী। 

এই নেত্রীরা জানান, তাঁরা হাওর অঞ্চলের নারীশিক্ষা, মাতৃস্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান বৃদ্ধিসহ এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চান। প্রবাসীদের অধিকার রক্ষা ও মর্যাদা বৃদ্ধিতেও কাজ করতে আগ্রহী। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভাগের ১৯টি আসন থেকে এবার চারজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং আরেকজন আওয়ামী লীগ অনুসারী ধর্মভিত্তিক সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি। তবে সংরক্ষিত সংসদ সদস্য হতে স্বতন্ত্র সংসদ সদস্যদের কোনো অনুসারী এখন পর্যন্ত তৎপরতা দেখাননি। ফলে আওয়ামী লীগ থেকেই এবার দুই নারী সংসদ সদস্য হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

নিয়ম অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন হয়ে থাকে। দ্বাদশ সংসদ নির্বাচনের গেজেট হয়েছে ৯ জানুয়ারি। সে অনুযায়ী সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নির্বাচনের জন্য আজ মঙ্গলবার তফসিল ঘোষণা করা হতে পারে।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী ও নগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান। তাঁর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমার স্বামী আমৃত্যু সিলেটে আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে গেছেন। জাতির পিতার কন্যা যদি দায়িত্ব দেন, আমার স্বামীর মতো আমিও বিশ্বস্ততার সঙ্গে সৎভাবে সেই দায়িত্ব পালন করব।’

এখান থেকে আরও প্রার্থী হতে চান মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজনিন হোসেন, সাবিনা সুলতানা, সালমা সুলতানা ও যুব মহিলা লীগ নেত্রী আলেয়া সারোয়ার ডেইজি। 

সুনামগঞ্জে সংসদে যাওয়ার দৌড়ে আছেন বর্তমান একাদশ সংসদের সংরক্ষিত সংসদ সদস্য শামীমা আক্তার খানম (শামীমা শাহরিয়ার), সাবেক সংসদ সদস্য শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী, জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুটের স্ত্রী হুসনা হুদা, দেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আব্দুস সামাদ আজাদের পুত্রবধূ মুমতাহিনা হাসনাত রিতু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক সানজিদা নাসরিন দিনা ডায়না এবং ধর্মপাশার ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা।

মৌলভীবাজারে আলোচনায় আছেন একাদশ সংসদের সংরক্ষিত আসনের সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন ও তাঁর মেয়ে সৈয়দা সানজিদা মহসীন। সায়রা বলেন, ‘নেত্রী আমাদের পরিবারকে যখন যে দায়িত্ব দিয়েছেন, আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করেছি। এবারও যদি তিনি মানুষের জন্য কাজ করার সুযোগ দেন, তাহলে অতীতের মতো সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।’

হবিগঞ্জ থেকে মনোনয়ন চান সাবেক সংসদ সদস্য ইসমত আহমদ চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য আবেদা চৌধুরীর মেয়ে নাজরা চৌধুরী। নাজরা বলেন, ‘আমার পুরো পরিবারই আওয়ামী লীগের জন্য নিবেদিতপ্রাণ। তাই আশা করছি, নেত্রী ও দল আমাকে মূল্যায়ন করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত