Ajker Patrika

১৩ জেলেসহ নৌকা উদ্ধার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৬: ০১
১৩ জেলেসহ নৌকা উদ্ধার

গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে ইঞ্জিন বিকল হয় পাঁচ দিন ধরে সাগরে ভাসতে থাকে এমভি হাওলাদার নামের জেলে নৌকা। জোয়ারে ভাসতে ভাসতে গত রোববার রাতে নৌকা মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। পরে প্রযুক্তি ব্যবহার করে ১৩ জেলেসহ নৌকাটি উদ্ধার করেন নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরের কোস্টগার্ড সদস্যরা।

গত রোববার গভীর রাতে হাতিয়ার পূর্ব পাশে গাংঘুরিয়ার চরের দক্ষিণ পাশে বঙ্গোপসাগর থেকে নৌকাটি উদ্ধার করা হয়।

হাতিয়ার কোস্টগার্ড সূত্র জানায়, মোবাইলে সংবাদ আসে একটি জেলে নৌকা ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছে। প্রযুক্তি ব্যবহার করে দেখা যায়, এটি হাতিয়ার পূর্বপাশে গাংঘুরিয়ার চরের কাছে সাগরে রয়েছে। পরে ভাসানচর কোস্টগার্ডের সদস্যরা চার ঘণ্টা চেষ্টা চালিয়ে নৌকাটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া নৌকার মাঝি এমাজল হক (৫০) জানান, গত ২৮ নভেম্বর তাঁরা পাথরঘাটা থেকে মাছ শিকারের জন্য সাগরে যান। দুদিন পর ৩০ নভেম্বর তাঁদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর থেকে তাঁরা সাগরে ভাসতে থাকেন। পাঁচ দিন পর গত রোববার বিকেলে মোবাইলে নেটওয়ার্ক পেয়ে পাথরঘাটা নৌকার মালিকের সঙ্গে যোগাযোগ করেন। পরে কোস্টগার্ড সদস্যরা তাদের উদ্ধার করে।

এমাজল মাঝি আরও জানান, নৌকায় তিনিসহ ১৩ মাঝিমাল্লা ছিলেন। তাঁদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটায়। নৌকাটির মালিক পাথরঘাটা উপজেলার মো. সোহাগ হাওলাদার।

এ ব্যাপারে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া জেলেদের ভাসানচর কোস্টগার্ড ক্যাম্পে রাখা হয়েছে। জেলেদের অনেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাঁদের খাদ্য ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত