Ajker Patrika

চড়া দামেও মিলছে না গমবীজ, হতাশ কৃষক

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
চড়া দামেও মিলছে না গমবীজ, হতাশ কৃষক

নীলফামারীর ডিমলায় গম চাষের মৌসুমে অনেক প্রস্তুতি নিয়েও হতাশ কৃষকেরা। কারণ, উপজেলায় দেখা দিয়েছে গমবীজের চরম সংকট। চড়া দাম দিয়েও তা মিলছে না। কৃষকেরা বলছেন, গমের দাম বেশি, তাই কৃষক এবার গম চাষে আগ্রহী। কিন্তু চাহিদার কারণে বেশি দামে বীজ বিক্রি করছেন ব্যবসায়ীরা। এই অবস্থায় গমের উৎপাদন কমে যাওয়ার শঙ্কায়  তাঁরা।

সরেজমিনে দেখা যায়, ধান কাটার পর আবহাওয়া অনুকূলে থাকায় এবার ব্যাপকভাবে গম চাষের প্রস্তুতি শুরু করেছেন কৃষকেরা। কিন্তু শুরুতেই বীজ সংগ্রহে চরম সংকটে পড়েছেন তাঁরা। এ কারণে বর্তমানে বাজারে বিএডিসির সরবরাহ করা ২০ কেজির প্রতি বস্তা গমবীজ উপজেলার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ টাকায়। অথচ বিএডিসির নির্ধারিত ডিলারদের গমবীজ প্রতি বস্তা (২০ কেজি) ১ হাজার ১৬০ টাকায় বিক্রি করার কথা। কিন্তু চাহিদার কারণে বাজারে সংকটের অজুহাতে ইচ্ছেমতো দাম নেওয়া হচ্ছে।

শুটিবাড়ি বাজারের খুচরা বীজ ব্যবসায়ী কাশেম আলী জানান, জেলাগুলো থেকে বীজ সংগ্রহ করে এনে বিক্রি করছেন। এতে দাম কিছুটা বেশি হলেও সময়মতো বীজ পেয়ে কৃষকেরা খুশি।উপজেলা সদরের বাবুরহাট বাজারের বীজ ডিলার আইয়ুব ট্রেডার্সের আসাদুজ্জামান জানান, বিএডিসি থেকে তাঁকে মাত্র ৭০০ কেজি বীজ সরবরাহ করা হয়েছে, যা নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে তিনি সরবরাহ করেছেন। চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় এই বীজই বাজারে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে।

বাজারের বিএডিসির অনুমোদিত বীজ ডিলার আজিজুল জানান, প্রতিবছর তিনি কৃষকদের কাছে বীজ বিক্রি করেন। কিন্তু এবার অগ্রিম টাকা দিয়েও বিএডিসি থেকে গমবীজের বরাদ্দ এখনো পাননি। সরবরাহ না থাকায় বাজারে বীজের ব্যাপক সংকট সৃষ্টি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, বাজারে বিএডিসি ডিলারদের কাছে গমবীজ সরবরাহ করা হয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কম। তবে কৃষি প্রণোদনার আওতায় ৯০০ কৃষককে গমবীজ ও সার দেওয়া হবে। এতে বীজের সংকট কাটিয়ে লক্ষ্যমাত্রা পূরণ হবে ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত