Ajker Patrika

রূপসায় ১১ ঢালসহ আটক

রূপসা প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ০৯: ১৭
রূপসায় ১১ ঢালসহ আটক

রূপস থানা-পুলিশ ঘাটভোগ ইউনিয়নের বামনডাঙ্গা থেকে বাদশা মিঞা নামে এক ব্যক্তিকে ১১টি ঢালসহ একজনকে আটক করেছে। গত বুধবার রাত সাড়ে ৯টায় বামনডাঙ্গা বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে খবর পায় বামনডাঙ্গায় কতিপয় ব্যক্তি মারামারি দাঙ্গা-হাঙ্গামা করার উদ্দেশ্যে অবৈধভাবে বেআইনি জনতার মধ্যে আতঙ্ক এবং পুলিশের সরকারি কাজে বাধা দিতে ঢাল তৈরি করেছে।

এমন খবর পেয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে গত ৩ নভেম্বর রাত সাড়ে ৯টায় ঘাটভোগ ইউনিয়নের বামনডাঙ্গা বাজার এলাকা থেকে ১১টি ঢালসহ বাদশা মিঞাকে আটক করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতসহ ৩ জনের নামে রূপসা থানায় মামলা হয়েছে।

আসামিরা হলেন মোল্লাহাট উপজেলার বুড়িগাংনি এলাকার রাজ্জাক বিশ্বাসের ছেলে মোরশেদ বিশ্বাস ইউপি সদস্য প্রার্থী ও ঘাটভোগ ইউনিয়নের বামনডাঙ্গা এলাকার ইলিয়াস মিয়ার ছেলে আমিনুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত