নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনা পরিস্থিতি বিবেচনায় গতবারের মতো এবারও আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থাৎ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ. মুমেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগের সিদ্ধান্ত অনুযায়ী, আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর।
এবার আয়কর মেলা না হলেও এনবিআরের আওতাধীন সারা দেশে ৩১টি কর অঞ্চলে মেলার মতো সেবা দেওয়া হচ্ছে। প্রতিটি কর অঞ্চলে জোনভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্য সেবা বুথ রাখা হয়েছে।
দেশে বর্তমানে ৭০ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী-টিআইএন রয়েছেন। তবে সবশেষ হিসাবে ১৪-১৫ লাখের মতো রিটার্ন দাখিল হয়েছে বলে জানা গেছে।
আয়কর অধ্যাদেশ অনুযায়ী, সময়মতো রিটার্ন না দিলে জরিমানা, করের ওপর ৫০ শতাংশ অতিরিক্ত সরল সুদ কিংবা করের টাকার ওপর মাসিক ২ শতাংশ হারে বিলম্ব সুদ আরোপ করতে পারবে কর্তৃপক্ষ।
এদিকে, আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জনগণের আয়করই দেশের আয়ের অন্যতম উৎস। এই কর থেকে প্রাপ্ত টাকা দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে।’
গতকাল এনবিআরের সম্মেলন কক্ষে জাতীয় আয়কর দিবস উপলক্ষে সেমিনারে আনিসুল হক এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
আনিসুল হক বলেন, ‘জনগণের কাছ থেকে সংগৃহীত করের টাকা ব্যয়ের ব্যাপারে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে। জনগণের করের টাকা যেন অপচয় বা অপব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’
এ সময় এনবিআর চেয়ারম্যান আবু হেনা বলেন, ‘করনেট বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে। এটার জন্য কিছু চ্যালেঞ্জ আছে। আমরা চ্যালেঞ্জগুলো মোকাবিল করছি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, প্যানেল আলোচক হিসেবে ছিলেন এনবিআরের সদস্য আলমগীর হোসেন এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ প্রমুখ।
করোনা পরিস্থিতি বিবেচনায় গতবারের মতো এবারও আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থাৎ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ. মুমেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগের সিদ্ধান্ত অনুযায়ী, আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর।
এবার আয়কর মেলা না হলেও এনবিআরের আওতাধীন সারা দেশে ৩১টি কর অঞ্চলে মেলার মতো সেবা দেওয়া হচ্ছে। প্রতিটি কর অঞ্চলে জোনভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্য সেবা বুথ রাখা হয়েছে।
দেশে বর্তমানে ৭০ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী-টিআইএন রয়েছেন। তবে সবশেষ হিসাবে ১৪-১৫ লাখের মতো রিটার্ন দাখিল হয়েছে বলে জানা গেছে।
আয়কর অধ্যাদেশ অনুযায়ী, সময়মতো রিটার্ন না দিলে জরিমানা, করের ওপর ৫০ শতাংশ অতিরিক্ত সরল সুদ কিংবা করের টাকার ওপর মাসিক ২ শতাংশ হারে বিলম্ব সুদ আরোপ করতে পারবে কর্তৃপক্ষ।
এদিকে, আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জনগণের আয়করই দেশের আয়ের অন্যতম উৎস। এই কর থেকে প্রাপ্ত টাকা দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে।’
গতকাল এনবিআরের সম্মেলন কক্ষে জাতীয় আয়কর দিবস উপলক্ষে সেমিনারে আনিসুল হক এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
আনিসুল হক বলেন, ‘জনগণের কাছ থেকে সংগৃহীত করের টাকা ব্যয়ের ব্যাপারে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে। জনগণের করের টাকা যেন অপচয় বা অপব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’
এ সময় এনবিআর চেয়ারম্যান আবু হেনা বলেন, ‘করনেট বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে। এটার জন্য কিছু চ্যালেঞ্জ আছে। আমরা চ্যালেঞ্জগুলো মোকাবিল করছি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, প্যানেল আলোচক হিসেবে ছিলেন এনবিআরের সদস্য আলমগীর হোসেন এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ প্রমুখ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
১৩ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪