Ajker Patrika

চাকরির জন্য ডেকে যৌন হয়রানি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১১: ০৪
চাকরির জন্য ডেকে যৌন হয়রানি

শ্যামনগর উপজেলার কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল বাসারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছে। বিদ্যালয়ের আয়া পদে এক নারীকে নিয়োগ দেওয়ার নামে তাঁকে যৌন হয়রানি করেন বলে মামলায় উল্লেখ করেছেন ভুক্তভোগী নারী।

গত ২০ মার্চ সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন ওই নারী। এরপর গত বৃহস্পতিবার আদালতের নির্দেশে শ্যামনগর থানা-পুলিশ মামলাটি রেকর্ড করেছে। তবে মামলা রেকর্ডের পর থেকে ওই শিক্ষক গা ঢাকা দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, আয়া পদের চাকরির জন্য শুরুতে পাঁচ লাখ টাকা দাবি করেন শিক্ষক আবুল বাসার। এ সময় টাকা কমানোর অনুরোধ করার পর ওই নারীকে গত ১০ মার্চ দুপুরে বিদ্যালয়ের অফিসে দেখা করতে বলেন বাসার। এ সময় অফিসে কেউ না থাকায় বাসার ওই নারীকে শ্লীলতাহানির চেষ্টা করে।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক আবুল বাসার বলেন, ‘চাকরির বিষয়ে মুঠোফোনে মাঝেমধ্যে কথা হলেও সেখানে খারাপ কিছু তিনি বলিনি। আর অফিস কক্ষে শ্লীলতাহানির অভিযোগ সঠিক নয়।’

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক চেয়ারম্যান কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম বলেন, মামলার বিষয়টি শুনেছি। তবে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এ নিয়ে কেউ আমার কাছে অভিযোগ করেনি।’

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, আদালতের নির্দেশে মামলাটি আমলে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নিতে পুলিশ তৎপর রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত