Ajker Patrika

শিশুবান্ধব হাসপাতাল কর্মসূচির কর্মশালা

সিলেট সংবাদদাতা
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১২: ২৪
Thumbnail image

জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান-এর ব্যবস্থাপনায় শিশুবান্ধব হাসপাতাল কর্মসূচি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিলেট সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ইহতেশামুল হক চৌধুরী।

সিভিল সার্জন এস এম শাহরিয়ারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পার্ক ভিউ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক দিলীপকুমার ভৌমিক। ডেপুটি সিভিল সার্জন জন্মোজয় দত্তের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন শিশু বিশেষজ্ঞ মুজিবুল হক ও শিশু বিশেষজ্ঞ তানজিনা চৌধুরী।

সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা মির্জা লুৎফুল বারীর পরিচালনায় বক্তব্য দেন সাবেক সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুম মুনির, মেডিকেল অফিসার স্নিগ্ধা তালুকদার, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সুজন বণিক, স্বাস্থ্য বিভাগীয় অফিসের প্রশাসনিক কর্মকর্তা এম গৌছ আহমদ চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথি বলেন, শিশুবান্ধব হাসপাতাল গড়ে তোলার জন্য প্রয়োজন স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতার পাশাপাশি অভিভাবকদের সচেতনতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত