Ajker Patrika

হাতি দিয়ে চাঁদাবাজি ক্ষোভ পথচারীদের

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
হাতি দিয়ে চাঁদাবাজি ক্ষোভ পথচারীদের

কুড়িগ্রামের চিলমারীতে বিভিন্ন দোকান ও যানবাহনে হাতি দিয়ে টাকা আদায় করা হচ্ছে। হাতির শুঁড়ের মাথায় টাকা গুঁজে না দেওয়া পর্যন্ত গাড়ি যেতে দেয় না মাহুত। টাকা না দিলে উল্টো ভয় দেখান মাহুত। এতে পথচারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, উপজেলার থানাহাট ইউনিয়নের ব্যাপারীর বাজার এলাকায় হাতি দিয়ে টাকা তুলছেন মাহুত। সর্বনিম্ন ১৫ টাকা থেকে শুরু করে দোকানের ধরন অনুযায়ী ৮০-১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে চাঁদা। শুধু দোকানেই সীমাবদ্ধ নয়, সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের পথ রোধ করেও টাকা তুলতে দেখা গেছে এই মাহুতকে।

থানাহাট ইউনিয়নের ব্যাপারী বাজার এলাকায় হাতি দিয়ে উলিপুর উপজেলা থেকে আসা অটোচালক শাহ আলম মিয়ার কাছ থেকে ২০ টাকা নেন।

টাকা দেওয়ার কারণ জানতে চাইলে ওই অটোচালক বলেন, ‘টাকা না দিলে হাতিটি যাবে না। তা ছাড়া অনেক সময় গাড়িতে ভাঙচুরও করে। এ জন্য ঝামেলা হওয়ার আগেই টাকা দিয়ে বিদায় করেছি।’

উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের এলাকার ব্যবসায়ী মো. রহিম মিয়া জানান, মাঝে মধ্যেই বিভিন্ন এলাকা থেকে হাতি নিয়ে এসে চাঁদা দাবি করে মাহুত। প্রতিটি দোকান থেকে হাতি দিয়ে টাকা তোলা হয়। টাকা না দেওয়া পর্যন্ত দোকান থেকে হাতি সরে না। অনেক সময় ক্রেতারা হাতি দেখে ভয় পান। এতে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে।

হাতির মাহুত আশরাফুল বলেন, ‘হাতির ভরণপোষণের জন্য সবাই খুশি হয়ে কিছু টাকা দেয়। কেউ খুশি হয়ে টাকা দিলে তা আবার চাঁদাবাজি হয় কীভাবে? তবে আমি কাউকে জোর করি না। যার ইচ্ছা দেয়, মন না চাইলে দেয় না।’

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ‘হাতি দিয়ে টাকা তোলার বিষয়ে এখনো কেউ আমাকে জানায়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

দেড় মাস ধরে কর্মস্থলে নেই সহকারী কমিশনার, নিয়োগ বাতিল করল সরকার

জুবায়েদ হত্যার নেপথ্যে ‘প্রেমের সম্পর্ক’, সিসিটিভির ফুটেজ দেখে আটক ৩

মাদ্রাসাছাত্রীকে তুলে রেস্তোরাঁয় নিয়ে ধর্ষণ, আড়াল করতে সাউন্ডবক্সে চলে গান

পর্নো সাইটে বাংলাদেশি যুগলের ১১২ ভিডিও, র‍্যাঙ্কিংয়ে অষ্টম: সিআইডি

এলাকার খবর
Loading...