সাজন আহম্মেদ পাপন, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনার সাত বছর পূর্ণ হলো আজ। ২০১৬ সালের এই দিনে শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজের আগে তল্লাশি চৌকিতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। জঙ্গিদের ছোড়া গ্রেনেড, গুলি ও চাপাতির আঘাতে দুই পুলিশ কনস্টেবল, এক গৃহবধূ নিহত হন। মারা যান এক জঙ্গিও।
জানা গেছে, অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে বিচার কার্যক্রম শুরু হলেও মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে বলে সাক্ষ্য গ্রহণ বিলম্বিত হচ্ছে। জঙ্গিদের মধ্যে কিশোরগঞ্জ কারাগারে দুই-তিনজন কাশিমপুর কারাগারে রয়েছেন। হামলায় পুলিশ কনস্টেবল আনছারুল হক ও জহিরুল ইসলাম এবং গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিক নিহত হন। মারা যান আবির হোসেন নামের এক জঙ্গি। এ ছাড়া ১২ পুলিশ সদস্য ও চার মুসল্লি আহত হন। ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় করা মামলায় মোট ২৪ জঙ্গিকে আসামি করা হয়। এসব আসামির মধ্যে ১৯ জনই বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বন্দুকযুদ্ধে নিহত হন।
এ কারণে বেঁচে থাকা পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। তাঁরা হলেন কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা গ্রামের জাহিদুল হক তানিম, গাইবান্ধার রাঘবপুর গ্রামের জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, চাঁপাইনবাবগঞ্জের হাজারদীঘা গ্রামের মিজানুর রহমান ওরফে বড় মিজান, গাইবান্ধার গান্ধারপাড়া গ্রামের আনোয়ার হোসেন ও কুষ্টিয়ার সাদীপুর কাবলীপাড়া গ্রামের আব্দুস সবুর খান হাসান ওরফে সোহেল মাহফুজ।
হামলায় আহত পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম বলেন, ‘তল্লাশি চৌকিতে পুলিশের তৎপরতা নস্যাৎ করে দেয় জঙ্গিদের সব পরিকল্পনা। তল্লাশির মুখে পড়ে চাপাতি ও বোমা নিয়ে আমাদের ওপর হামলে পড়েন জঙ্গি আবির ও শরীফুল।’
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, ‘পুলিশ গুরুত্ব দিয়ে সফল তদন্ত শেষে মামলাটির অভিযোগপত্র দিয়েছে। এ জঙ্গি হামলা আমাদের জন্যও বিশেষ বার্তা ছিল। আজকে আমরা সর্বোচ্চ সতর্কাবস্থা গ্রহণ করে এদের নির্মূল করতে পারছি।’
কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনার সাত বছর পূর্ণ হলো আজ। ২০১৬ সালের এই দিনে শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজের আগে তল্লাশি চৌকিতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। জঙ্গিদের ছোড়া গ্রেনেড, গুলি ও চাপাতির আঘাতে দুই পুলিশ কনস্টেবল, এক গৃহবধূ নিহত হন। মারা যান এক জঙ্গিও।
জানা গেছে, অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে বিচার কার্যক্রম শুরু হলেও মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে বলে সাক্ষ্য গ্রহণ বিলম্বিত হচ্ছে। জঙ্গিদের মধ্যে কিশোরগঞ্জ কারাগারে দুই-তিনজন কাশিমপুর কারাগারে রয়েছেন। হামলায় পুলিশ কনস্টেবল আনছারুল হক ও জহিরুল ইসলাম এবং গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিক নিহত হন। মারা যান আবির হোসেন নামের এক জঙ্গি। এ ছাড়া ১২ পুলিশ সদস্য ও চার মুসল্লি আহত হন। ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় করা মামলায় মোট ২৪ জঙ্গিকে আসামি করা হয়। এসব আসামির মধ্যে ১৯ জনই বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বন্দুকযুদ্ধে নিহত হন।
এ কারণে বেঁচে থাকা পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। তাঁরা হলেন কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা গ্রামের জাহিদুল হক তানিম, গাইবান্ধার রাঘবপুর গ্রামের জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, চাঁপাইনবাবগঞ্জের হাজারদীঘা গ্রামের মিজানুর রহমান ওরফে বড় মিজান, গাইবান্ধার গান্ধারপাড়া গ্রামের আনোয়ার হোসেন ও কুষ্টিয়ার সাদীপুর কাবলীপাড়া গ্রামের আব্দুস সবুর খান হাসান ওরফে সোহেল মাহফুজ।
হামলায় আহত পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম বলেন, ‘তল্লাশি চৌকিতে পুলিশের তৎপরতা নস্যাৎ করে দেয় জঙ্গিদের সব পরিকল্পনা। তল্লাশির মুখে পড়ে চাপাতি ও বোমা নিয়ে আমাদের ওপর হামলে পড়েন জঙ্গি আবির ও শরীফুল।’
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, ‘পুলিশ গুরুত্ব দিয়ে সফল তদন্ত শেষে মামলাটির অভিযোগপত্র দিয়েছে। এ জঙ্গি হামলা আমাদের জন্যও বিশেষ বার্তা ছিল। আজকে আমরা সর্বোচ্চ সতর্কাবস্থা গ্রহণ করে এদের নির্মূল করতে পারছি।’
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
১৪ দিন আগে‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫