Ajker Patrika

পাউবোর জায়গায় আ.লীগ নেতার স্থাপনা

আনিছুর লাডলা, লালমনিরহাট
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১২: ৩০
পাউবোর জায়গায় আ.লীগ নেতার স্থাপনা

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গা দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলের বিরুদ্ধে। উপজেলার দোয়ানী এলাকায় তিস্তা ব্যারেজের পাশে বাইপাস সড়কের কোল ঘেঁষে প্রায় ৩০ শতাংশ সরকারি জমির ওপর স্থাপনা নির্মাণ করছেন তিনি।

আবু বক্কর সিদ্দিক শ্যামল বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ। এ ছাড়া তিনি হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সম্প্রতি জেলা আওয়ামী লীগের ঘোষিত কমিটির সদস্য।

এদিকে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে গড্ডিমারী ইউপি থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আবু বক্কর সিদ্দিক শ্যামল।

হাতীবান্ধা থানায় দেওয়া পাউবোর অভিযোগ থেকে জানা গেছে, তিস্তা ব্যারাজ এলাকার ৫ নম্বর চেক পোস্টের বিপরীত পাশে বাইপাসের ১০০ গজ দূরে পাউবোর জায়গা দখল করে স্থাপনা নির্মাণের কাজ করছেন আবু বক্কর সিদ্দিক শ্যামল। কাজ শুরুর ঘটনা জানার পরপরই তাঁকে নির্মাণকাজ বন্ধ করার জন্য মৌখিকভাবে বলা হলেও তা বন্ধ হয়নি। এরপর গত ১১ ও ২৫ আগস্ট পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত) মো. রাশেদীন অবৈধ স্থাপনা সরিয়ে নিতে পরপর দুটি নোটিশ দেন। এতেও কাজ না হলে হাতীবান্ধা থানায় গত ১ সেপ্টেম্বর একটি লিখিত অভিযোগ করেছেন পাউবোর সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুর রব।

এদিকে নীলফামারীর ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত সম্পত্তিতে ফ্লাড বাইপাস তিস্তা ব্যারাজ প্রকল্প এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য লালমনিরহাট জেলা প্রশাসককে গত ২ সেপ্টেম্বর একটি চিঠি দিয়ে অনুরোধ করেন। সেই চিঠিরও কোনো সুরাহা করেনি লালমনিরহাট জেলা প্রশাসন।

এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুর রব বলেন, গত ১ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ করা হলেও পুলিশ অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশের সহায়তা চাওয়া হলেও কোনো কাজ হচ্ছে না।

তিস্তা ব্যারাজ দোয়ানী এলাকায় পাউবোর জায়গায় অস্থায়ীভাবে বসবাসকারীরা জানান, দীর্ঘদিন ধরে পাউবোর জায়গায় অস্থায়ী ঘর নির্মাণ করে বাস করে আসছেন। তবে তাঁরা পাউবোর জায়গায় স্থায়ী অবকাঠামো নির্মাণের সাহস পাননি। কিন্তু আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল রাতারাতি পাউবোর জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছেন।

দখলের অভিযোগ অস্বীকার করে আবু বক্কর সিদ্দিক শ্যামল পাউবোর নোটিশকে ভিত্তিহীন উল্লেখ করে আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তিনি মার্কেট নির্মাণ করছেন।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান, দখলের এই ঘটনায় দোয়ানী পুলিশ বিশেষ ক্যাম্পের ইনচার্জ ১৩ সেপ্টেম্বর হাতীবান্ধা থানায় চেয়ারম্যানের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত