Ajker Patrika

পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৪: ০৭
পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক

নাঙ্গলকোটের বিরুলি গ্রামে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহতদের মধ্যে ২১ জনের অবস্থা গুরুতর। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুমিল্লা নগরের বিভিন্ন হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া গতকাল শুক্রবার আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে কুমিল্লা থেকে ঢাকায় পাঠানো হয়। এদিকে ঘটনার তদন্তে জেলা প্রশাসন তিন সদস্যের কমিটি গঠন করেছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক সাজেদা খাতুন বলেন, গতকাল শুক্রবার সকালে চিকিৎসকেরা যাদের উন্নত চিকিৎসা প্রয়োজন তাদের সরকারি ব্যবস্থাপনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে চারজনই শিশু।

এদিকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। নাঙ্গলকোট উপজেলার ভূমি কর্মকর্তা আশরাফুল হককে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শাহাদাত হোসেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হোসেন বলেন, ‘তদন্ত কমিটি তিন দিনের মধ্যে এই দুর্ঘটনার আদ্যোপান্ত প্রতিবেদন প্রকাশ করবে। এ ছাড়া তদন্ত কমিটির সদস্যরা আহতদের সার্বিক খোঁজ খবর নেবেন।’

এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ১৫ জন আহতকে ১০ হাজার টাকা করে প্রাথমিক অনুদান দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামইয়া সাইফুল বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে বিস্ফোরিত সিলিন্ডারটির ভগ্নাবশেষ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনার কারণ এবং আরও অন্যান্যদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত