Ajker Patrika

ঘাটাইলে এক রাতে চার দোকানে চুরি

ঘাটাইল প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ০৮
ঘাটাইলে এক রাতে চার দোকানে চুরি

ঘাটাইল সদরে একরাতে একটি কুরিয়ার সার্ভিসসহ চার দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে এসব চুরির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট দোকান মালিকেরা। থানায়ও অভিযোগ করেছেন তাঁরা।

দোকান মালিক ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতি রাতের মতো মঙ্গলবার রাতেও তাঁরা যে যার দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরদিন বুধবার সকালে সবাই দোকানে এসে দেখেন তাঁদের দোকানের তালা ভাঙা। চোরের দল দোকানের দামি মালামাল চুরি করে নিয়ে গেছে।

এসব দোকান থেকে চুরি যাওয়া মালামালের মূল্য প্রায় ৫ লাখ টাকা হবে বলে দাবি করেন দোকান মালিকেরা। তবে চোরের দল আরও তিনটি দোকানের তালা ভাঙলেও কোনো মালামাল নেয়নি।

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের স্থানীয় এজেন্ট মঞ্জু জানান দুটি ল্যাপটপ, একটি ডেস্কটপ, একটি ট্রলি, চারটি ব্যাটারিসহ গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হক জানান, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত