Ajker Patrika

সীমানা জটিলতায় আটকে তাড়াশের তিন নির্বাচন

রফিকুল ইসলাম, (সিরাজগঞ্জ) তাড়াশ
আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৩: ০১
Thumbnail image

মেয়াদ শেষ হওয়ার পরও সিরাজগঞ্জের তাড়াশ সদর ও নওগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) এবং পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়নি। জানা গেছে, পৌরসভার সীমানা জটিলতার কারণে এসব নির্বাচন হচ্ছে না। এ কারণে মেয়র ও কাউন্সিলর পদে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) পৌরসভার কার্যক্রম পরিচালনা করছেন। সংশ্লিষ্টরা জানান, সীমানা নির্ধারণের জটিলতা নিরসনে কাজ করা হচ্ছে। দ্রুত এ সমস্যার সমাধান হবে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তাড়াশ উপজেলা সদর ও আশপাশের ৯টি ওয়ার্ড নিয়ে নবগঠিত তাড়াশ পৌরসভা গঠন করা হয়। যার ভোটার সংখ্যা ১৬ হাজার ১১৬। আর পৌরসভা গঠনের শুরু থেকেই ইউএনওরা তাড়াশ পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এদিকে তাড়াশ সদর ইউনিয়নে মোট নারী ভোটার ১০ হাজার ৫১১ ও পুরুষ ১০ হাজার ২৯৬ জন। আর এ ইউনিয়নে সর্বশেষ চেয়ারম্যান ও সদস্য নির্বাচন হয়েছিল ২০১৬ সালের ২৩ এপ্রিল। সে অনুযায়ী এ ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হয়েছে ২০২১ সালের সেপ্টেম্বরের ২ তারিখে।

নওগাঁ ইউনিয়নে মোট নারী ভোটার ১০ হাজার ৫৭৮ ও পুরুষ ১০ হাজার ১৮৬ জন। এ ইউনিয়নে সর্বশেষ চেয়ারম্যান ও সদস্য পদে নির্বাচন হয় ২০১৬ সালের ২৩ এপ্রিল। সে অনুযায়ী এ ইউনিয়নে নির্বাচিতদের মেয়াদ শেষ হয়েছে ২০২১ সালের জুলাইয়ের ২৭ তারিখ। এরপর ওই ইউনিয়ন দুটিতে মেয়াদ শেষের প্রায় এক বছর পেরিয়ে গেলেও আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সরকার বলেন, তাড়াশ পৌরসভাসহ দুটি ইউনিয়নে মেয়াদ শেষ হলেও নির্বাচন না হওয়ায় এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তাই পৌরসভার সীমানা জটিলতা নিরসন করে দ্রুত ইউনিয়ন পরিষদের নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় বলেন, ‘তাড়াশ পৌরসভার সীমানা নির্ধারণ করতে তাড়াশ সদর ও নওগাঁ ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের সীমানা সংযোজন বিয়োজন করতে এ জটিলতার সৃষ্টি। এ কারণে ৬ নম্বর তাড়াশ সদর ও ৫ নম্বর নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মেয়াদ শেষ হলেও নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আমরা দ্রুত নির্বাচন করার লক্ষ্যে তাড়াশ পৌরসভার সীমানা নির্ধারণের জটিলতা নিরসনে কাজ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত