Ajker Patrika

শেষরক্ষা হলো না মামুনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ মার্চ ২০২২, ১০: ৫৮
শেষরক্ষা হলো না মামুনের

কদমতলীর টিটু হত্যা মামলায় ২০১৭ সালে মোহাম্মদ মামুন শেখ (২৮) যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সেই সাজা থেকে বাঁচতে আত্মগোপনে চলে যান তিনি। নাম-পরিচয় পাল্টে কাজ শুরু করেন জাহাজের মেরামত মিস্ত্রি হিসেবে। এরপর মুন্সিগঞ্জ, যশোর, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকার ডক-ইয়ার্ডে কাজ করেছেন। কিন্তু শেষরক্ষা হয়নি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা ঘাট এলাকায় অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

পরে গতকাল দুপুরে যাত্রাবাড়ীতে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১০-এর অধিনায়ক মাহফুজুর রহমান জানান, টিটু হত্যা মামলাসহ কদমতলী থানায় মামুনের নামে দুটি হত্যাসহ চারটি মামলা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১০ সালে কদমতলীর নোয়াখালী পট্টিতে পূর্ব শত্রুতার জের ধরে হুমায়ূন কবির টিটুকে গুলি করে হত্যা করা হয়। এ মামলায় আসামিরা হলেন মামুন শেখ, সোহাগ ওরফে বড় সোহাগ, ছোট সোহাগসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন। ২০১৭ সালে এ মামলায় মামুন ও বড় সোহাগকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এর আগে ২০১৪ সালে এ মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পাওয়ার পর আত্মগোপনে চলে যান তিনি।

এ মামলায় যাবজ্জীন সারাজাপ্রাপ্ত আরেক আসামি বড় সোহাগ তার সাজা খাটার জন্য চুক্তিতে অন্য একজনকে জেলে পাঠান। সম্প্রতি সেই ঘটনা ফাঁস হওয়ার পর সোহাগকে গ্রেপ্তার করা হলে টিটু হত্যা মামলা নতুন করে আলোচনায় আসে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি পায়।

গতকালের সংবাদ সম্মেলনে র‍্যাব-১০ এর অধিনায়ক জানান, রায় ঘোষণার পর মামুন মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন মেয়াদে বিভিন্ন এলাকায় গিয়ে জাহাজের মিস্ত্রী হিসেবে কাজ করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুনের দেওয়া তথ্যের বরাত দিয়ে র‍্যাব অধিনায়ক আরও জানান, টিটু হত্যা মামলার রায় ঘোষণার আগে ২০১৫ সালে মাদক কারবারের টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে জুরাইনে ইব্রা নামে আরেকজনকে হত্যার সঙ্গেও মামুন জড়িত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত