Ajker Patrika

তিতা সত্যে মিঠা জীবন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ মার্চ ২০২২, ১২: ৪২
তিতা সত্যে মিঠা জীবন

মনেরে আজ কহ যে,

ভালো মন্দ যাহাই আসুক,

সত্যরে লও সহজে।…

-রবীন্দ্রনাথ ঠাকুর

জীবন পুষ্পশয্যা নয়। এর পরতে পরতে ওত পেতে থাকে ব্যর্থতা, গ্লানি, দহন ও পরাজয়। সত্যকে সহজভাবে মেনে নিয়ে সামনে এগোতে পারলে জীবনকে সহজ মনে হবে। নিজেকে আরও শক্ত করা সম্ভব হবে।

নিজেকে শক্ত করতে যেসব বিষয় বিবেচনায় রাখতে হবে:

জীবন খুব সহজ নয়

প্রবাদ আছে, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। জীবনে খুব সহজভাবে সফল হওয়ার চেষ্টা করা বোকামি। সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। আরামদায়ক পরিবেশ থেকে বের হয়ে সংগ্রামী হতে হবে। অলসতা ভেঙে সামনের পথে এগোতে হবে।

মাঝে মাঝে ব্যর্থতা আসবেই

জীবনে পরাজয় ও ব্যর্থতা আসবেই। মানুষ সব সময় সফল হয় না। এ সত্যটি আপনাকে মেনে নিতে হবে। একবার ব্যর্থ হয়েছেন ভেবে ভেঙে পড়লে চলবে না। নতুন উদ্যমে বারবার চেষ্টা করে যেতে হবে।

সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়

জীবনে সুখ-শান্তি পেতে হলে সবকিছু নিয়ন্ত্রণ করা বন্ধ করুন। মানতে শিখুন, সবকিছুতে নিজের আধিপত্য বিস্তার করা যাবে না। এটি নেতিবাচক আচরণ। মাঝে মাঝে জীবনকে জীবনের মতো চলতে দিন। জীবন আপনাকে কীভাবে চমকে দেয় তা দেখার জন্য অপেক্ষা করুন।

অতীত পরিবর্তন করা সম্ভব নয়

অতীত কখনো সুখের, কখনো দুঃখের হতে পারে। একে মেনে নিতে শিখুন। অতীতকে পরিবর্তন করা সম্ভব নয়। ভবিষ্যৎ যেন সুখকর হয়, সেই চেষ্টা করতে পারেন। প্রতিক্রিয়া না দেখিয়ে সবকিছু সুন্দরভাবে গ্রহণ করা শিখুন।

নিজেকে নিজেই সুখী করুন

সুখী হওয়ার পেছনে ব্যক্তিগত জীবন, পরিবেশ-পরিস্থিতি, সম্পর্কসহ অনেক কিছু যুক্ত। মানসিক শান্তিও ঠিক তা-ই। তবে বিবেচনায় রাখুন, জীবনে যা কিছুই হোক, নিজেকে নিজেরই ভালো রাখতে হবে। নিজের সুখের চাবিকাঠি নিজের কাছেই রাখুন। নিজেকে গুরুত্ব দিন।

সূত্র: ১০০০+ লিটল থিংস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত