চারঘাট প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স মাত্র একটি। সেটিও ১০ দিন ধরে বিকল থাকায় রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিত্তশালী রোগীরা বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারলেও বিপাকে পড়েছেন নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির রোগীরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চারঘাটের প্রায় আড়াই লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র আশ্রয়স্থল এই স্বাস্থ্য কমপ্লেক্স। রোগীদের আনা-নেওয়ার জন্য রয়েছে পুরোনো একটি অ্যাম্বুলেন্স। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম চারঘাটের সাধারণ মানুষের কথা ভেবে আধুনিক মানের একটি অ্যাম্বুলেন্স চারঘাটবাসীকে উপহার দেন। কিন্তু বর্তমানে দুটি অ্যাম্বুলেন্সই বিকল।
চিকিৎসা নিতে আসা রোগীদের অবস্থা বেশি সংকটাপন্ন হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। তখন রোগীর জন্য বেসরকারি অ্যাম্বুলেন্স বা গাড়ি ভাড়া করতে হয় আত্মীয়স্বজনদের। এ সুযোগে বেসরকারি অ্যাম্বুলেন্স ও গাড়িচালকেরা আদায় করেন বাড়তি ভাড়া। অনেক সময় জরুরি প্রয়োজনেও মেলে না গাড়ি।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৭ মার্চ একমাত্র অ্যাম্বুলেন্সটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এর পর থেকে এটি গ্যারেজে পড়ে আছে। এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। এতে প্রতিনিয়ত রোগীদের নিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন স্বজনেরা।
চারঘাটের স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, গত বৃহস্পতিবার রাতে তাঁর বাবা স্ট্রোক করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহীতে নিয়ে যেতে বলা হয়। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি নষ্ট থাকায় গভীর রাতে গাড়ি জোগাড় করতে পারেননি তিনি। প্রায় চার ঘণ্টা পর সিএনজিচালিত অটোরিকশায় তাঁর বাবাকে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মোস্তাফিজুর রহমানের মতো এ রকম অনেকেই ভোগান্তির শিকার হচ্ছেন।
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শহীদুল ইসলাম রবিম জানান, অ্যাম্বুলেন্সটির ইঞ্জিনের কাজ করাতে হবে। মেরামতের জন্য সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুতই ইঞ্জিন মেরামত করে অ্যাম্বুলেন্সটি চলাচলের উপযোগী করে তোলা হবে।
রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স মাত্র একটি। সেটিও ১০ দিন ধরে বিকল থাকায় রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিত্তশালী রোগীরা বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারলেও বিপাকে পড়েছেন নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির রোগীরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চারঘাটের প্রায় আড়াই লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র আশ্রয়স্থল এই স্বাস্থ্য কমপ্লেক্স। রোগীদের আনা-নেওয়ার জন্য রয়েছে পুরোনো একটি অ্যাম্বুলেন্স। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম চারঘাটের সাধারণ মানুষের কথা ভেবে আধুনিক মানের একটি অ্যাম্বুলেন্স চারঘাটবাসীকে উপহার দেন। কিন্তু বর্তমানে দুটি অ্যাম্বুলেন্সই বিকল।
চিকিৎসা নিতে আসা রোগীদের অবস্থা বেশি সংকটাপন্ন হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। তখন রোগীর জন্য বেসরকারি অ্যাম্বুলেন্স বা গাড়ি ভাড়া করতে হয় আত্মীয়স্বজনদের। এ সুযোগে বেসরকারি অ্যাম্বুলেন্স ও গাড়িচালকেরা আদায় করেন বাড়তি ভাড়া। অনেক সময় জরুরি প্রয়োজনেও মেলে না গাড়ি।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৭ মার্চ একমাত্র অ্যাম্বুলেন্সটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এর পর থেকে এটি গ্যারেজে পড়ে আছে। এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। এতে প্রতিনিয়ত রোগীদের নিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন স্বজনেরা।
চারঘাটের স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, গত বৃহস্পতিবার রাতে তাঁর বাবা স্ট্রোক করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহীতে নিয়ে যেতে বলা হয়। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি নষ্ট থাকায় গভীর রাতে গাড়ি জোগাড় করতে পারেননি তিনি। প্রায় চার ঘণ্টা পর সিএনজিচালিত অটোরিকশায় তাঁর বাবাকে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মোস্তাফিজুর রহমানের মতো এ রকম অনেকেই ভোগান্তির শিকার হচ্ছেন।
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শহীদুল ইসলাম রবিম জানান, অ্যাম্বুলেন্সটির ইঞ্জিনের কাজ করাতে হবে। মেরামতের জন্য সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুতই ইঞ্জিন মেরামত করে অ্যাম্বুলেন্সটি চলাচলের উপযোগী করে তোলা হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪