Ajker Patrika

চার মাসের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

গৌরনদী প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৮: ২৫
চার মাসের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

গৌরনদীতে চার মাস বয়সের শিশু পুত্র জুবায়ের আহম্মেদ তালুকদারকে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা-পুলিশ রাত সাড়ে ১২টার দিকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য শিশুর লাশ গতকাল রোববার বেলা দেড়টার দিকে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত শিশু জুবায়ের ওই গ্রামের গরুর খামারি সাগির তালুকদারের ছেলে। ঘটনার পর থেকে শিশুটির মা ছালেহা বেগম পলি (৩৭) আত্মগোপন করেছে।

নিহতের বাবা গরুর খামারি সাগির তালুকদার জানান, তিনি তিন পুত্র ও এক কন্যা সন্তানের বাবা। গত শনিবার রাতের খাবার খেয়ে ছোট ছেলে জুবারেরকে নিয়ে তিনি ও তার স্ত্রী ছালেহা বেগম এক খাটে ঘুমিয়ে পড়েন। রাত সোয়া ১১টার দিকে ঘুম থেকে জেগে স্ত্রী ও পুত্রকে বিছানায় না পেয়ে পরিবারের সদস্যেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গরু ঘরের পাশে বড় বালতির মুখ ঢাকা দেখতে পান। তখন ঢাকনি সরিয়ে ফেললে দেখতে পান, পানি ভর্তি বালতির মধ্যে জুবায়েরের মাথা নিচে ও পা দুটো ওপরের দিকে। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে অনেক খোঁজাখুঁজি করেও স্ত্রী পলির সন্ধান মেলেনি।

সাগির আরও জানান, ছেলে জুবায়ের জন্মের পর থেকে তার স্ত্রী স্বপ্ন দেখে প্রায়ই ঘুমের ঘরে চিৎকার করে উঠতেন। তাঁর স্ত্রী স্বপ্নাদেশ পেয়ে প্রায়ই বলে আসছিলে জুবায়ের বেঁচে থাকলে সংসারে শান্তি হবে না। এমনকি দুই সন্তানকে আছড়ে মেরে ফেলবে। নিহতের বড় বোন সাগরিকা বেগম (২০) জানান, ছোট ভাই জুবায়ের জন্মের পর থেকেই তার মা প্রায় স্বপ্নাদেশ পেয়ে আবোল-তাবোল বলে আসছিলেন।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, চার মাস বয়সের শিশু জুবায়ের আহম্মেদের লাশ রাতেই উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গতকাল রোববার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা সাগির তালুকদারকে বাদী করে স্ত্রী ছালেহা বেগম পলিকে আসামি করে একটি হত্যা হত্যা মামলা দায়ের করেছেন। হত্যার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত