কাশফিয়া আলম ঝিলিক, ঢাকা
পদে পদে মৃত্যুর হাতছানি, বিপদ, শত্রু আর ভয়!
স্কটল্যান্ডে ছুটি কাটিয়ে খুশিমনে ফ্রান্সে ফেরার পথে রানার পরিচয় হয় এক প্রৌঢ়ার সঙ্গে। ভালো করে সব বুঝে ওঠার আগেই সে জড়িয়ে পড়ে এক ফাঁদে! প্রেমিকা জেসিকাকে বাঁচাতে হলে রানার খুন করতে হবে পরিচিত একজনকে। ছুটি কাটাতে গিয়ে এই ফাঁদে পড়ে রহস্যের কিনারা করতে চরকির মতো ঘুরছে রানা। এভাবেই এগিয়েছে কাজী মায়মুর হোসেনের ‘কিলিং মিশন’ নামের বইটির গল্প। এর নায়ক চিরচেনা রানা—মাসুদ রানা।
এই বই হাতে নিয়ে হয়তো পড়ার লোভ সামলাতে পারেননি আসাদুজ্জামান। পেশায় তিনি একজন চিকিৎসক। সেবা প্রকাশনীর বুকলিস্ট দেখে খুব বেছে বেছে বই কিনলেন তিনি। এগুলোর মধ্যে নতুন আসা ‘কিলিং মিশন’ বইটা বেশ কিছুক্ষণ পড়ে নিলেন স্টলের সামনে দাঁড়িয়েই। কী বই কিনলেন—বই কেনার এক ফাঁকে জানতে চাইলাম। আসাদুজ্জামান জানালেন, বেশির ভাগ অনুবাদ কিনেছেন। সেগুলোর মধ্যে হেনরি রাইডারের বই কিনেছেন দুটি, সঙ্গে একটি কিশোর থ্রিলার। নিজেও পড়বেন, বাসায় ছেলেমেয়েরা আছে, তাদেরও পড়তে দেবেন।
মধ্য ত্রিশের অনেকের মতো আসাদুজ্জামান সেবা প্রকাশনীর প্রাঞ্জল অনুবাদের টান ছাড়তে পারেননি এখনো। বললেন, ‘আমরা যারা কিশোর বয়স থেকে সেবা প্রকাশনীর বই পড়ে আসছি, তারা আসলে সব সময়ই সেবাকে ভালোবাসব।’
সেবার স্টলে আসা বেশির ভাগ পাঠকই কিনছেন অনুবাদ বইগুলো। এই পাঠকদের বেশির ভাগের বয়স পঁয়ত্রিশের ওপরে।
সেবা প্রকাশনী থেকে এবার বেশি বিক্রি হচ্ছে ‘কিলিং মিশন’ ও ‘ডিক স্যাণ্ড’ নামের বই দুটি। এ ছাড়া ‘তিন গোয়েন্দার ভলিউম ১৫৯’, ‘দ্য ওয়ে অব দ্য স্পিরিট’, ‘কুয়াশা ২’ বইগুলোও বেশ ভালো বিক্রি হচ্ছে বলে জানান সেবা প্রকাশনীর বিক্রেতারা। স্টলের দায়িত্বে থাকা আবদুস সালাম জানিয়েছেন, এবার বেশি বিক্রি হচ্ছে অনুবাদ বই। আর কিশোরেরা তিন গোয়েন্দা বেশি পছন্দ করছে। দীর্ঘ অভিজ্ঞতা হাতড়ে তিনি জানালেন, বড়রাই বেশি কিনছেন সেবার বই।
সেবা প্রকাশনীর ভিড় ঠেলে বেরিয়ে আসি তাম্রলিপি প্রকাশনীর ২১ নম্বর স্টলে। এখানে তরুণ পাঠকদের সমাগম চোখে পড়ার মতো। স্টলের দায়িত্বে থাকা একজন জানালেন, তাঁদের স্টল থেকে এবার বেশি বিক্রি হচ্ছে মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস ‘ফেরা’। এ ছাড়া অন্তিক মাহমুদের ‘দুইশো পঞ্চাশ’ এবং যোবায়েদ আহসানের উপন্যাস ‘মায়াবন বিহারিণী’ও আছে বিক্রির তালিকায় ওপরের দিকে। তরুণদের আগ্রহ বেশি আছে এ দুই লেখকের বইয়ের প্রতি।
ধীরে ধীরে মেলায় লোকসমাগম বাড়ছে। ধাক্কা খেতে খেতে উপস্থিত হই অ্যাডর্ন পাবলিকেশনের স্টলের সামনে। প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ বই ‘শাহ আবদুল করিম’। বাউলসাধক ও শিল্পী শাহ আবদুল করিমের ৫০টি গানের ইংরেজি অনুবাদ এবং বাংলা মূল গান দিয়ে সাজানো হয়েছে বইটি।
স্টলের দায়িত্বে থাকা নাজির হোসেন জানান, ভ্রমণ উপন্যাস ‘ইস্তাম্বুল’ ও ‘ঝিলাম নদীর দেশ’ বেশ সাড়া পাচ্ছে পাঠকদের মধ্যে। এ ছাড়া ‘আমি তিলোত্তমা’ উপন্যাসটিও বিক্রি হচ্ছে ভালো। তবে উল্লেখযোগ্যভাবে বিক্রি হচ্ছে ‘টি অ্যান্ড বিসকিটস’ বইটি। নাজির হোসেন বলেন, ‘আমাদের স্টলে যত বিদেশি ক্রেতা এসেছেন, সবাই বইটি কিনেছেন। এটি ৬টি উপন্যাসের অনুবাদ নিয়ে সাজানো হয়েছে।’
সন্ধ্যা নামে। বারোতম দিনের মেলা গমগম করতে থাকে। সন্ধানী পাঠকের চোখ খুঁজে ফেরে দিক, চেনা জগৎ, চেনা বাক্য—শব্দ।
পদে পদে মৃত্যুর হাতছানি, বিপদ, শত্রু আর ভয়!
স্কটল্যান্ডে ছুটি কাটিয়ে খুশিমনে ফ্রান্সে ফেরার পথে রানার পরিচয় হয় এক প্রৌঢ়ার সঙ্গে। ভালো করে সব বুঝে ওঠার আগেই সে জড়িয়ে পড়ে এক ফাঁদে! প্রেমিকা জেসিকাকে বাঁচাতে হলে রানার খুন করতে হবে পরিচিত একজনকে। ছুটি কাটাতে গিয়ে এই ফাঁদে পড়ে রহস্যের কিনারা করতে চরকির মতো ঘুরছে রানা। এভাবেই এগিয়েছে কাজী মায়মুর হোসেনের ‘কিলিং মিশন’ নামের বইটির গল্প। এর নায়ক চিরচেনা রানা—মাসুদ রানা।
এই বই হাতে নিয়ে হয়তো পড়ার লোভ সামলাতে পারেননি আসাদুজ্জামান। পেশায় তিনি একজন চিকিৎসক। সেবা প্রকাশনীর বুকলিস্ট দেখে খুব বেছে বেছে বই কিনলেন তিনি। এগুলোর মধ্যে নতুন আসা ‘কিলিং মিশন’ বইটা বেশ কিছুক্ষণ পড়ে নিলেন স্টলের সামনে দাঁড়িয়েই। কী বই কিনলেন—বই কেনার এক ফাঁকে জানতে চাইলাম। আসাদুজ্জামান জানালেন, বেশির ভাগ অনুবাদ কিনেছেন। সেগুলোর মধ্যে হেনরি রাইডারের বই কিনেছেন দুটি, সঙ্গে একটি কিশোর থ্রিলার। নিজেও পড়বেন, বাসায় ছেলেমেয়েরা আছে, তাদেরও পড়তে দেবেন।
মধ্য ত্রিশের অনেকের মতো আসাদুজ্জামান সেবা প্রকাশনীর প্রাঞ্জল অনুবাদের টান ছাড়তে পারেননি এখনো। বললেন, ‘আমরা যারা কিশোর বয়স থেকে সেবা প্রকাশনীর বই পড়ে আসছি, তারা আসলে সব সময়ই সেবাকে ভালোবাসব।’
সেবার স্টলে আসা বেশির ভাগ পাঠকই কিনছেন অনুবাদ বইগুলো। এই পাঠকদের বেশির ভাগের বয়স পঁয়ত্রিশের ওপরে।
সেবা প্রকাশনী থেকে এবার বেশি বিক্রি হচ্ছে ‘কিলিং মিশন’ ও ‘ডিক স্যাণ্ড’ নামের বই দুটি। এ ছাড়া ‘তিন গোয়েন্দার ভলিউম ১৫৯’, ‘দ্য ওয়ে অব দ্য স্পিরিট’, ‘কুয়াশা ২’ বইগুলোও বেশ ভালো বিক্রি হচ্ছে বলে জানান সেবা প্রকাশনীর বিক্রেতারা। স্টলের দায়িত্বে থাকা আবদুস সালাম জানিয়েছেন, এবার বেশি বিক্রি হচ্ছে অনুবাদ বই। আর কিশোরেরা তিন গোয়েন্দা বেশি পছন্দ করছে। দীর্ঘ অভিজ্ঞতা হাতড়ে তিনি জানালেন, বড়রাই বেশি কিনছেন সেবার বই।
সেবা প্রকাশনীর ভিড় ঠেলে বেরিয়ে আসি তাম্রলিপি প্রকাশনীর ২১ নম্বর স্টলে। এখানে তরুণ পাঠকদের সমাগম চোখে পড়ার মতো। স্টলের দায়িত্বে থাকা একজন জানালেন, তাঁদের স্টল থেকে এবার বেশি বিক্রি হচ্ছে মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস ‘ফেরা’। এ ছাড়া অন্তিক মাহমুদের ‘দুইশো পঞ্চাশ’ এবং যোবায়েদ আহসানের উপন্যাস ‘মায়াবন বিহারিণী’ও আছে বিক্রির তালিকায় ওপরের দিকে। তরুণদের আগ্রহ বেশি আছে এ দুই লেখকের বইয়ের প্রতি।
ধীরে ধীরে মেলায় লোকসমাগম বাড়ছে। ধাক্কা খেতে খেতে উপস্থিত হই অ্যাডর্ন পাবলিকেশনের স্টলের সামনে। প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ বই ‘শাহ আবদুল করিম’। বাউলসাধক ও শিল্পী শাহ আবদুল করিমের ৫০টি গানের ইংরেজি অনুবাদ এবং বাংলা মূল গান দিয়ে সাজানো হয়েছে বইটি।
স্টলের দায়িত্বে থাকা নাজির হোসেন জানান, ভ্রমণ উপন্যাস ‘ইস্তাম্বুল’ ও ‘ঝিলাম নদীর দেশ’ বেশ সাড়া পাচ্ছে পাঠকদের মধ্যে। এ ছাড়া ‘আমি তিলোত্তমা’ উপন্যাসটিও বিক্রি হচ্ছে ভালো। তবে উল্লেখযোগ্যভাবে বিক্রি হচ্ছে ‘টি অ্যান্ড বিসকিটস’ বইটি। নাজির হোসেন বলেন, ‘আমাদের স্টলে যত বিদেশি ক্রেতা এসেছেন, সবাই বইটি কিনেছেন। এটি ৬টি উপন্যাসের অনুবাদ নিয়ে সাজানো হয়েছে।’
সন্ধ্যা নামে। বারোতম দিনের মেলা গমগম করতে থাকে। সন্ধানী পাঠকের চোখ খুঁজে ফেরে দিক, চেনা জগৎ, চেনা বাক্য—শব্দ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪