Ajker Patrika

ব্যালট ছিনতাইয়ের ঘটনায় থানায় জিডি

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১০: ০৮
ব্যালট ছিনতাইয়ের ঘটনায় থানায় জিডি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুর রউফ মিয়া। গত ২৮ নভেম্বর ভোটগ্রহণের সময় বিকেলের সনমান্দী ইউপির ৩ নম্বর ওয়ার্ডের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই ঘটনা ঘটে।

জিডিতে উল্লেখ করা হয়, আব্দুর রউফ মিয়া ভোট গ্রহণের দিন সনমান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৪৫ নম্বর ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন। বিকেল ৩টায় হঠাৎ ককটেল ছুড়ে ৩০০ থেকে ৪০০ জন লোক ভোট কক্ষে প্রবেশ করে ১টি বুথের ১টি ব্যালট বাক্স এবং ১০০ পৃষ্ঠার একটি ব্যালট বই ছিনিয়ে নিয়ে যায়। পরে রিটার্নিং কর্মকর্তার নির্দেশে কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।

ঘটনার পাঁচ দিন পরও ওই কেন্দ্রের ব্যালট বাক্স ও ব্যালট পেপার উদ্ধার করা যায়নি। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ-উর রহমান জানান, ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন।

সোনারগাঁ ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ‘ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। ব্যালট বাক্স ও ব্যালট পেপার উদ্ধারের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত