Ajker Patrika

আলেশা মার্ট নিয়ে চিন্তিত নয় বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১১: ৩৪
Thumbnail image

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলেশা হোল্ডিংস লিমিটেড আছে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত। নানা অনিয়মের কারণে গত কিছুদিনে আলেশা হোল্ডিংসের অঙ্গ প্রতিষ্ঠান আলেশা মার্ট নিয়ে উঠেছে প্রশ্ন। বিতর্কের জেরে গতকাল আলেশা মার্টের অফিশিয়াল কার্যক্রম বন্ধ করা হয়েছে।

ই-কমার্স প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি থাকায় বিষয়টি পর্যবেক্ষণ করছে বিসিবি। এ প্রসঙ্গে গতকাল বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমরা এজেন্টের সঙ্গে চুক্তি করি। এজেন্ট তাদের রাখবে কি রাখবে না, সেটা তাদের ব্যাপার। তারা আলেশাকে দিয়েছে, তখন তাদের ভালো সুনাম ছিল। এখন যেহেতু তাদের সুনাম নিয়ে প্রশ্ন উঠেছে, মূল বিষয়টা তাদের (এজেন্টের)। যদি এখানে আমাদের বিষয় চলে আসে, আমরা দেখব।’

এর আগে আরেক ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিও বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক ছিল। দুর্নীতি ও অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রমও বন্ধ হয়ে যায়। এবার ইভ্যালির পথেই হাঁটছে আলেশা মার্ট। বিতর্কিত ও সমালোচিত এসব প্রতিষ্ঠানের ক্রিকেট দলের পৃষ্ঠপোষক হওয়ায় বিসিবিকেও প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। যদিও এ নিয়ে বিব্রত নয় ক্রিকেট বোর্ড। নিজাম উদ্দিন বলছেন, ‘এখানে কিছু করার নেই। বিব্রত হওয়ারও কিছু নেই। বর্তমান যে অর্থনৈতিক পরিস্থিতিতে পৃষ্ঠপোষক হিসেবে অন্যতম প্রধান খাত ই-কমার্স প্ল্যাটফর্ম। এ ছাড়া বিকল্পও সীমিত। এটার সুনাম দেখার দায়িত্ব বোর্ডের নয়। তবে আমরা সতর্ক, ক্রিকেট বোর্ডের সুনামের সঙ্গে তারা যায় কি না।’

গত বছর আয়োজন হয়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবার টুর্নামেন্টটা ফেরাতে চায় বিসিবি। বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, আগামী ২৮ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি—এই সময়ে বিপিএল হতে পারে। টুর্নামেন্ট আয়োজনে বিসিবির নতুন চিন্তা করেনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত