অনেক দিন পর টিভি সিরিয়ালে ফিরলেন শ্বেতা তিওয়ারি। সিরিয়ালের নাম ‘ম্যায় হু অপরাজিতা’। ২৭ সেপ্টেম্বর থেকে জি টিভিতে বাংলাদেশ সময় রাত ৮টায় দেখা যাচ্ছে এই সিরিয়াল। এতে অপরাজিতা চরিত্রে অভিনয় করছেন শ্বেতা। ১৫ বছর পর কোনো সিরিয়ালে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন মানব গোহিল।
শ্বেতা বলেন, ‘অনেকের অভিযোগ, নতুন কাজ শুরু করতে আমার অনেক সময় লাগে। আসলে আমি নিশ্চিত হতে চাই, কোনো ধারাবাহিক যদি এক বছরও চলে, সেটা করতে গিয়ে যেন একঘেয়েমি না আসে। ছয় মাস পরেই যেন মনে না হয়, কেন এই কাজটা করছি। আর চরিত্রের দিক দিয়েও এমন কিছু খুঁজি, যা আগে করিনি।’
একতা কাপুর প্রযোজিত ‘কসৌটি জিন্দেগি কি’ সিরিয়ালের সুবাদে খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন শ্বেতা। ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত টিআরপি ও জনপ্রিয়তার নিরিখে এই মেগা সিরিয়াল ছিল শীর্ষ তালিকায়। ভারতীয় টেলিভিশনের যে কয়েকটি চরিত্র দর্শকদের পরিবারের প্রায় সদস্য হয়ে গিয়েছিল, তাদের মধ্যে ‘প্রেরণা বাজাজ’ অন্যতম। বলা যায়, তখন টেলিভিশনের অন্যতম সেরা সময় পার করেছেন শ্বেতা। তিনি বললেন, ‘আমাদের সময়ে সব বয়সের মানুষই টিভি দেখত। কিন্তু নতুন প্রজন্ম ওটিটি কনটেন্ট দেখতে আগ্রহী।
এর একটা বড় কারণ, টেলিভিশনের কনটেন্ট এখনো প্রগতিশীল নয়। হাতে গোনা কয়েকটি সিরিয়ালই ছক ভাঙতে পেরেছে।’
শ্বেতা বিয়ের পিঁড়িতে বসেছিলেন দুবার। দুবারই আদালত গড়িয়ে সম্পর্কের ইতি টানতে হয়। তাই এখন আর ওমুখো হচ্ছেন না তিনি। এমনকি মেয়ে পলক তিওয়ারির বিয়ের সিদ্ধান্তটাও মেয়ের ওপরেই ছেড়ে দিয়েছেন। সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় অভিনয় করবেন পলক। সোশ্যাল মিডিয়ায় নানা পোস্টের কারণেও বেশ আলোচিত তিনি।
শ্বেতা অভিনীত আলোচিত সিরিয়াল হলো ‘খিচুড়ি’, ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলতা হ্যায়’, ‘আদালত’, ‘রঙ্গোলি’ এবং ‘পরভরিশ-কুছ খাট্টি কুছ মিঠি’। কাজ করেছেন বড় পর্দায় ‘মাদহোশি, ‘বিন বুলায়ে বারাতি’ এবং ‘মিলে না মিলে হাম’-এর মতো সিনেমায়।
অনেক দিন পর টিভি সিরিয়ালে ফিরলেন শ্বেতা তিওয়ারি। সিরিয়ালের নাম ‘ম্যায় হু অপরাজিতা’। ২৭ সেপ্টেম্বর থেকে জি টিভিতে বাংলাদেশ সময় রাত ৮টায় দেখা যাচ্ছে এই সিরিয়াল। এতে অপরাজিতা চরিত্রে অভিনয় করছেন শ্বেতা। ১৫ বছর পর কোনো সিরিয়ালে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন মানব গোহিল।
শ্বেতা বলেন, ‘অনেকের অভিযোগ, নতুন কাজ শুরু করতে আমার অনেক সময় লাগে। আসলে আমি নিশ্চিত হতে চাই, কোনো ধারাবাহিক যদি এক বছরও চলে, সেটা করতে গিয়ে যেন একঘেয়েমি না আসে। ছয় মাস পরেই যেন মনে না হয়, কেন এই কাজটা করছি। আর চরিত্রের দিক দিয়েও এমন কিছু খুঁজি, যা আগে করিনি।’
একতা কাপুর প্রযোজিত ‘কসৌটি জিন্দেগি কি’ সিরিয়ালের সুবাদে খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন শ্বেতা। ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত টিআরপি ও জনপ্রিয়তার নিরিখে এই মেগা সিরিয়াল ছিল শীর্ষ তালিকায়। ভারতীয় টেলিভিশনের যে কয়েকটি চরিত্র দর্শকদের পরিবারের প্রায় সদস্য হয়ে গিয়েছিল, তাদের মধ্যে ‘প্রেরণা বাজাজ’ অন্যতম। বলা যায়, তখন টেলিভিশনের অন্যতম সেরা সময় পার করেছেন শ্বেতা। তিনি বললেন, ‘আমাদের সময়ে সব বয়সের মানুষই টিভি দেখত। কিন্তু নতুন প্রজন্ম ওটিটি কনটেন্ট দেখতে আগ্রহী।
এর একটা বড় কারণ, টেলিভিশনের কনটেন্ট এখনো প্রগতিশীল নয়। হাতে গোনা কয়েকটি সিরিয়ালই ছক ভাঙতে পেরেছে।’
শ্বেতা বিয়ের পিঁড়িতে বসেছিলেন দুবার। দুবারই আদালত গড়িয়ে সম্পর্কের ইতি টানতে হয়। তাই এখন আর ওমুখো হচ্ছেন না তিনি। এমনকি মেয়ে পলক তিওয়ারির বিয়ের সিদ্ধান্তটাও মেয়ের ওপরেই ছেড়ে দিয়েছেন। সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় অভিনয় করবেন পলক। সোশ্যাল মিডিয়ায় নানা পোস্টের কারণেও বেশ আলোচিত তিনি।
শ্বেতা অভিনীত আলোচিত সিরিয়াল হলো ‘খিচুড়ি’, ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলতা হ্যায়’, ‘আদালত’, ‘রঙ্গোলি’ এবং ‘পরভরিশ-কুছ খাট্টি কুছ মিঠি’। কাজ করেছেন বড় পর্দায় ‘মাদহোশি, ‘বিন বুলায়ে বারাতি’ এবং ‘মিলে না মিলে হাম’-এর মতো সিনেমায়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪