Ajker Patrika

১৬ বছর কারাবাস হাইকোর্টে খালাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১০: ০৩
১৬ বছর কারাবাস হাইকোর্টে খালাস

গাজীপুর ভাওয়ালের শালবনে ২০০৫ সারে ছিন্নমূল শিশুকে হত্যার অভিযোগে করা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনকেই খালাস দিয়েছেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তি করে গতকাল বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের বেঞ্চ এই রায় দেন। মামলার তদন্তকারী কর্মকর্তাসহ ১৯ পুলিশের কেউই সাক্ষ্য দিতে না আসায় তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন আদালত।

আসামিদের আইনজীবী শিশির মনির বলেন, নথি অনুযায়ী দেখা যায়–রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে মানুষ মারা গেলে উৎসুক জনতার ভিড় জমে। তখন লাশ দেখতে যান শংকর চন্দ্র দেবনাথ এবং মো. জাকির হোসেনও। পুলিশ ওই সময় ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়। টাকা নিয়ে অন্যদের ছেড়ে দিলেও এই দুজন টাকা দিতে না পারায় তাঁদের আটক করা হয়।

শিশির মনির বলেন, পরে তাঁদের দুজনকে নিয়ে যাওয়া হয় গাজীপুরের শালবনে। সেখানে উদ্ধার করা শিশুর কঙ্কাল দেখিয়ে বলা হয় এই হত্যাকাণ্ড তাঁরা ঘটিয়েছেন। ২০০৫ সালের ১০ এপ্রিল তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে তাঁরা কারাগারেই আছেন।

এ আইনজীবী বলেন, নিহত শিশুর মাথা উদ্ধার করা হয় ঢাকা থেকে। এ জন্য ঢাকায় মামলা হয়। ২০১৬ সালের ২১ মার্চ তাদের মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। নিয়ম অনুসারে হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয়। পাশাপাশি আসামিরা আপিল করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত