Ajker Patrika

মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ২

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৭: ২৩
মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ২

ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে আবু তাহের ও নবীর হোসেন নামে দুজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় তাঁদের কাছ থেকে ইয়াবা সেবনের ফয়েল পেপার, ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ২৫টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। গত রোববার রাতে উপজেলার দুলালপুর এলাকা ও ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ঈদগাহ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। এতে সহযোগিতা করেন কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত রোববার রাতে উপজেলার দুলালপুর বাজারের কসাই বাড়ি থেকে আবু তাহেরকে ২৫টি ইয়াবা বড়ি, ইয়াবা সেবনের ফয়েল পেপার ও ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

একই দিন রাতে ব্রাহ্মণপাড়া সদরের দক্ষিণ পাড়া ঈদগাহ সংলগ্ন এলাকায় আলী মিয়া সর্দারের বাড়ি থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নবীর হোসেন (৩৬) নামক এক ব্যক্তিকে আটক করা হয়।

ইউএনও সোহেল রানা বলেন, ‘আবু তাহেরের নামে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত