ফারিয়া ইসলাম দীপ্তি
TOEFL ও IELTS-এর মধ্যে প্রধান পার্থক্য
TOEFL-এর জন্য সাধারণত পরীক্ষার সময় আপনি US ইংরেজি বা UK ইংরেজির যেকোনো একটি ব্যবহার করতে পারবেন। দুটিকে মিশ্রিত করতে পারবেন না। যেখানে IELTS একটু বেশি নমনীয় বলে মনে হয়। TOEFL প্রধানত একাধিক পছন্দের প্রশ্ন নিয়ে গঠিত। IELTS-এ প্রশ্নগুলো কীভাবে তৈরি হয় এবং উত্তর দিতে হবে তার মধ্যে রয়েছে আরও বৈচিত্র্য। IELTS পরীক্ষা TOEFL-এর চেয়ে ছোট।
TOEFL iBT
যেসব বিশ্ববিদ্যালয়ে TOEFL স্কোর প্রয়োজন, সেগুলো সাধারণত আপনাকে একটি নির্দিষ্ট iBT স্কোর পূরণ করতে বলে। iBT হলো ইন্টারনেটভিত্তিক পরীক্ষা এবং TOEFL মূল্যায়নের সর্বশেষ সংস্করণ। এটি মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর প্রবেশের প্রয়োজনীয়তার জন্য পছন্দের পরীক্ষা। একই সঙ্গে TOEFL উচ্চশিক্ষার জন্য সর্বাধিক স্বীকৃত ইংরেজি দক্ষতা পরীক্ষা।
TOEFL স্কোর
যদিও বিশ্ববিদ্যালয়গুলো সামগ্রিক TOEFL স্কোর চাইবে। তবে কখনো প্রতিটি বিভাগে একটি নির্দিষ্ট সংখ্যক পয়েন্ট পূরণ করতে হতে পারে।
TOEFL iBT-এর পরীক্ষা বিভাগ
TOEFL iBT পরীক্ষা বিভিন্ন ক্ষেত্রে ভাষা দক্ষতা দ্বারা বিভক্ত। এখানে পড়া, শোনা, লেখা এবং কথার দক্ষতা যাচাই করা হয়। সামগ্রিক স্কোরের জন্য প্রতি বিভাগে একটি স্কোর দেওয়া হয়। TOEFL iBT সম্পূর্ণ হতে প্রায় চার ঘণ্টা সময় লাগে। পরীক্ষার সময় একটি বাধ্যতামূলক বিরতি থাকে। পঠন এবং শোনার বিভাগগুলো প্রশ্নের সংখ্যার ওপর নির্ভর করে দৈর্ঘ্যে পরিবর্তিত হতে পারে।
স্কিল স্কোরিং লেভেল
TOEFL শোনার বিভাগ
এ বিভাগটিও একটি কম্পিউটার দ্বারা স্কোরিং করা হয়। তবে এতে বক্তৃতা, শ্রেণিকক্ষে আলোচনা এবং কথোপকথন শোনার ওপর ভিত্তি করে ৩৪-৫১টি কাজ থাকে। তারপর সেগুলো সম্পর্কে আপনার বোঝার বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়া হয়।
TOEFL স্পিকিং বিভাগ
এই বিভাগে ছয়টি কাজ রয়েছে। একজন পরীক্ষক দ্বারা স্কোরিং করা হয়। বিভাগটি ২০ মিনিটের জন্য স্থায়ী হয়।
TOEFL লেখার বিভাগ
বিষয়বস্তু এবং অর্থ সম্পর্কে সর্বোত্তম বোঝার জন্য এ বিভাগটি পরীক্ষক এবং কম্পিউটার রেটিং দিয়ে স্কোরিং করা হয়েছে। প্রায় ৫০ মিনিটের মধ্যে সম্পূর্ণ করতে দুটি কাজ রয়েছে।
IELTS একাডেমিক
UK বিশ্ববিদ্যালয়গুলো ইংরেজি ভাষার দক্ষতার সার্টিফিকেশন হিসেবে IELTS একাডেমিক পরীক্ষার স্কোর গ্রহণ করে, তবে প্রতিটি প্রতিষ্ঠান এবং তাদের প্রোগ্রামগুলোর জন্য প্রয়োজনীয় স্তরটি পরিবর্তিত হয়। আইইএলটিএস একাডেমিক কানাডা এবং ইউরোপেও ব্যাপকভাবে স্বীকৃত।
IELTS স্কোর
ইংরেজি ভাষার স্তর প্রকাশ করার জন্য অর্ধ স্কোরসহ শূন্য থেকে নয়টির মধ্যে একটি ব্যান্ড প্রদান করা হয়।
ব্যান্ড স্কোর স্কিল লেভেল-
আইইএলটিএসের পরীক্ষা বিভাগ
আইইএলটিএস লিসেনিং, রিডিং ও রাইটিং বিভাগগুলো একই দিনে নেওয়া হয়। আপনি অন্যান্য বিভাগের মতো একই দিনে বা এক সপ্তাহ আগে বা পরে আপনার স্পিকিং টেস্ট বেছে নিতে পারেন।
আইইএলটিএস শোনার বিভাগ
পরীক্ষার শ্রবণ বিভাগে, আপনি চারটি রেকর্ড করা মনোলগ বা কথোপকথন শুনবেন। আপনার উত্তর লিখতে ৩০ মিনিট দেওয়া হবে।
পড়ার বিভাগ
পরীক্ষার রিডিং সেকশনে এক ঘণ্টা সময় লাগে; এটি কাজসহ তিনটি দীর্ঘ পঠন প্যাসেজ নিয়ে গঠিত। প্রদত্ত পাঠগুলো সম্ভবত অন্তর্ভুক্ত গ্রাফ এবং চিত্রসহ
বই, জার্নাল ও সংবাদপত্রে পাওয়া যাবে।
লেখার বিভাগ
লেখার বিভাগে, আপনাকে প্রদত্ত গ্রাফ, টেবিল বা ডায়াগ্রামে ন্যূনতম ১৫০ শব্দ লিখতে হবে। তারপর আপনার কাছে ন্যূনতম ২৫০ শব্দের একটি সংক্ষিপ্ত রচনা কাজ থাকবে।
স্পিকিং সেকশন
এ বিভাগটি তুলনামূলকভাবে ছোট এবং মাত্র ১৫ মিনিট স্থায়ী হতে পারে। আপনাকে একটি পরিচিত বিষয় সম্পর্কে দীর্ঘ কথা বলতে হবে এবং প্রশ্নের উত্তর দিতে হবে। এ বিভাগটি একজন পরীক্ষকের মুখোমুখি যাঁরা আপনার স্কোর নির্ধারণ করবেন।
সূত্র: https://studee.com/
ফারিয়া ইসলাম দীপ্তি
TOEFL ও IELTS-এর মধ্যে প্রধান পার্থক্য
TOEFL-এর জন্য সাধারণত পরীক্ষার সময় আপনি US ইংরেজি বা UK ইংরেজির যেকোনো একটি ব্যবহার করতে পারবেন। দুটিকে মিশ্রিত করতে পারবেন না। যেখানে IELTS একটু বেশি নমনীয় বলে মনে হয়। TOEFL প্রধানত একাধিক পছন্দের প্রশ্ন নিয়ে গঠিত। IELTS-এ প্রশ্নগুলো কীভাবে তৈরি হয় এবং উত্তর দিতে হবে তার মধ্যে রয়েছে আরও বৈচিত্র্য। IELTS পরীক্ষা TOEFL-এর চেয়ে ছোট।
TOEFL iBT
যেসব বিশ্ববিদ্যালয়ে TOEFL স্কোর প্রয়োজন, সেগুলো সাধারণত আপনাকে একটি নির্দিষ্ট iBT স্কোর পূরণ করতে বলে। iBT হলো ইন্টারনেটভিত্তিক পরীক্ষা এবং TOEFL মূল্যায়নের সর্বশেষ সংস্করণ। এটি মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর প্রবেশের প্রয়োজনীয়তার জন্য পছন্দের পরীক্ষা। একই সঙ্গে TOEFL উচ্চশিক্ষার জন্য সর্বাধিক স্বীকৃত ইংরেজি দক্ষতা পরীক্ষা।
TOEFL স্কোর
যদিও বিশ্ববিদ্যালয়গুলো সামগ্রিক TOEFL স্কোর চাইবে। তবে কখনো প্রতিটি বিভাগে একটি নির্দিষ্ট সংখ্যক পয়েন্ট পূরণ করতে হতে পারে।
TOEFL iBT-এর পরীক্ষা বিভাগ
TOEFL iBT পরীক্ষা বিভিন্ন ক্ষেত্রে ভাষা দক্ষতা দ্বারা বিভক্ত। এখানে পড়া, শোনা, লেখা এবং কথার দক্ষতা যাচাই করা হয়। সামগ্রিক স্কোরের জন্য প্রতি বিভাগে একটি স্কোর দেওয়া হয়। TOEFL iBT সম্পূর্ণ হতে প্রায় চার ঘণ্টা সময় লাগে। পরীক্ষার সময় একটি বাধ্যতামূলক বিরতি থাকে। পঠন এবং শোনার বিভাগগুলো প্রশ্নের সংখ্যার ওপর নির্ভর করে দৈর্ঘ্যে পরিবর্তিত হতে পারে।
স্কিল স্কোরিং লেভেল
TOEFL শোনার বিভাগ
এ বিভাগটিও একটি কম্পিউটার দ্বারা স্কোরিং করা হয়। তবে এতে বক্তৃতা, শ্রেণিকক্ষে আলোচনা এবং কথোপকথন শোনার ওপর ভিত্তি করে ৩৪-৫১টি কাজ থাকে। তারপর সেগুলো সম্পর্কে আপনার বোঝার বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়া হয়।
TOEFL স্পিকিং বিভাগ
এই বিভাগে ছয়টি কাজ রয়েছে। একজন পরীক্ষক দ্বারা স্কোরিং করা হয়। বিভাগটি ২০ মিনিটের জন্য স্থায়ী হয়।
TOEFL লেখার বিভাগ
বিষয়বস্তু এবং অর্থ সম্পর্কে সর্বোত্তম বোঝার জন্য এ বিভাগটি পরীক্ষক এবং কম্পিউটার রেটিং দিয়ে স্কোরিং করা হয়েছে। প্রায় ৫০ মিনিটের মধ্যে সম্পূর্ণ করতে দুটি কাজ রয়েছে।
IELTS একাডেমিক
UK বিশ্ববিদ্যালয়গুলো ইংরেজি ভাষার দক্ষতার সার্টিফিকেশন হিসেবে IELTS একাডেমিক পরীক্ষার স্কোর গ্রহণ করে, তবে প্রতিটি প্রতিষ্ঠান এবং তাদের প্রোগ্রামগুলোর জন্য প্রয়োজনীয় স্তরটি পরিবর্তিত হয়। আইইএলটিএস একাডেমিক কানাডা এবং ইউরোপেও ব্যাপকভাবে স্বীকৃত।
IELTS স্কোর
ইংরেজি ভাষার স্তর প্রকাশ করার জন্য অর্ধ স্কোরসহ শূন্য থেকে নয়টির মধ্যে একটি ব্যান্ড প্রদান করা হয়।
ব্যান্ড স্কোর স্কিল লেভেল-
আইইএলটিএসের পরীক্ষা বিভাগ
আইইএলটিএস লিসেনিং, রিডিং ও রাইটিং বিভাগগুলো একই দিনে নেওয়া হয়। আপনি অন্যান্য বিভাগের মতো একই দিনে বা এক সপ্তাহ আগে বা পরে আপনার স্পিকিং টেস্ট বেছে নিতে পারেন।
আইইএলটিএস শোনার বিভাগ
পরীক্ষার শ্রবণ বিভাগে, আপনি চারটি রেকর্ড করা মনোলগ বা কথোপকথন শুনবেন। আপনার উত্তর লিখতে ৩০ মিনিট দেওয়া হবে।
পড়ার বিভাগ
পরীক্ষার রিডিং সেকশনে এক ঘণ্টা সময় লাগে; এটি কাজসহ তিনটি দীর্ঘ পঠন প্যাসেজ নিয়ে গঠিত। প্রদত্ত পাঠগুলো সম্ভবত অন্তর্ভুক্ত গ্রাফ এবং চিত্রসহ
বই, জার্নাল ও সংবাদপত্রে পাওয়া যাবে।
লেখার বিভাগ
লেখার বিভাগে, আপনাকে প্রদত্ত গ্রাফ, টেবিল বা ডায়াগ্রামে ন্যূনতম ১৫০ শব্দ লিখতে হবে। তারপর আপনার কাছে ন্যূনতম ২৫০ শব্দের একটি সংক্ষিপ্ত রচনা কাজ থাকবে।
স্পিকিং সেকশন
এ বিভাগটি তুলনামূলকভাবে ছোট এবং মাত্র ১৫ মিনিট স্থায়ী হতে পারে। আপনাকে একটি পরিচিত বিষয় সম্পর্কে দীর্ঘ কথা বলতে হবে এবং প্রশ্নের উত্তর দিতে হবে। এ বিভাগটি একজন পরীক্ষকের মুখোমুখি যাঁরা আপনার স্কোর নির্ধারণ করবেন।
সূত্র: https://studee.com/
ফারিয়া ইসলাম দীপ্তি
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫