Ajker Patrika

আজই কি নতুন টেস্ট অধিনায়ক পেয়ে যাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জুন ২০২২, ১১: ৪৬
আজই কি নতুন টেস্ট অধিনায়ক পেয়ে যাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ বার্ষিক সাধারণ সভা (এজিএম) হয়েছে গত আগস্টে, সেটিও হয়েছে প্রায় চার বছর বিরতির পর। তবে এবার প্রতিবছর নির্দিষ্ট সময়ে এজিএম আয়োজন করতে চায় বিসিবি। এজিএমের তারিখ নির্ধারণ তো আছেই, আজকের বোর্ড সভাটা হতে পারে বাংলাদেশ টেস্ট অধিনায়ক চূড়ান্ত করার সভাও।

এজিএমের আয়োজনের বিষয়টি বোর্ড সভার আলোচ্যসূচিতে আগেই ছিল। ২৬ জুলাই এটি আয়োজনের কথা ভাবছে বোর্ড। বিসিবি চাইছে আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠন করতে। আর সেটি করতেই গঠনতন্ত্র সংশোধন প্রয়োজন। আর গঠনতন্ত্র সংশোধনে করতে হবে এজিএম।

আলোচ্যসূচিতে অবশ্য আকস্মিক যুক্ত হয়েছে টেস্ট অধিনায়কত্ব-প্রসঙ্গ। ব্যাটিংয়ে ছন্দপতন আর মানসিক চাপে হঠাৎ টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুমিনুল হক। তাঁর জায়গায় নতুন নাম চূড়ান্ত করতে এই সভায় পরিচালকদের সঙ্গে আলোচনা করবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রথম ধাপে বাংলাদেশ দলের খেলোয়াড়েরা ওয়েস্ট ইন্ডিজে রওনা দিচ্ছেন আগামীকাল। অধিনায়কের নামটি তাই দ্রুতই চূড়ান্ত করতে হবে বিসিবিকে।

গতকাল মিরপুরে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ টিটু সভা নিয়ে বলেছেন, ‘এখন যেহেতু সভাপতিকে (পাপন) সে (মুমিনুল) এটা (অধিনায়কত্ব করতে না চাওয়া) বলেছে, কালকের (আজ) মিটিংয়ে সভাপতি যদি চান এটা নিয়ে আলাপ করবেন।’

আজকের সভায় বোর্ড যদি নতুন অধিনায়কের বিষয়ে সিদ্ধান্ত নেয়, সেটি যেন লম্বা মেয়াদের জন্য হয়, এমনটাই মনে করেন বিসিবির আরেক পরিচালক খালেদ মাহমুদ সুজন, ‘অন্তত দুই বছরের জন্য করা উচিত।’

অধিনায়কের সঙ্গে একজন সহ অধিনায়ক চূড়ান্ত করার পক্ষে সুজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত