Ajker Patrika

বড় তারকাদের নিয়ে সৃজিতের ছক্কা

বড় তারকাদের নিয়ে সৃজিতের ছক্কা

নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘বাইশে শ্রাবণ’ মুক্তি পায় ২০১১ সালে। ৯ বছরের মাথায় ২০২০ সালে সৃজিত নিয়ে আসেন বাইশে শ্রাবণের সিক্যুয়েল ‘দ্বিতীয় পুরুষ’। এ সিনেমাটি আগের মতো অত আলোচিত না হলেও ভালো ব্যবসা করেছিল। এবার সৃজিত ফিরে যাচ্ছেন শুরুর দিকে, অর্থাৎ বাইশে শ্রাবণের প্রিক্যুয়েল তৈরি করছেন তিনি। সঙ্গে জুড়ে দিয়েছেন তাঁর আরেকটি সিনেমা ‘ভিঞ্চি দা’কে।

জানা গেছে, এসভিএফের সঙ্গে হাত মিলিয়ে একসঙ্গে বাইশে শ্রাবণ ও ভিঞ্চি দা সিনেমার প্রিক্যুয়েল আনছেন সৃজিত। সিনেমার নাম কী হবে, তা এখনো জানা যায়নি। কীভাবে গল্প সাজাচ্ছেন পরিচালক, সেটিও এখনো রয়েছে রহস্যের আড়ালে। তবে একটি ‘কপ-ইউনিভার্স’ দর্শকের সামনে আনবেন তিনি, সেটা আঁচ করতে অসুবিধা হয় না।

এ সিনেমার মাধ্যমে তিন বছর বিরতির পর ফিরছে সৃজিত-অনির্বাণ ভট্টাচার্যের জুটি। ‘গুমনামী’ সিনেমায় সৃজিতের পরিচালনায় কাজ করেছিলেন অনির্বাণ। একই সিনেমায় ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। তবে লক্ষণীয় বিষয় অবশ্যই সৃজিত-যিশু সেনগুপ্ত জুটির ফেরা। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘এক যে ছিল রাজা’। পরবর্তী সময়ে সৃজিতের সঙ্গে যিশুর দ্বন্দ্ব তৈরি হয়। সেটা ঘুচছে এ সিনেমার মাধ্যমে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত ও অনির্বাণ ভট্টাচার্যের বিপরীতে এ সিনেমায় নায়িকা হিসেবে থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সংগীত পরিচালনা করবেন অনুপম রায়।

সৃজিত মুখোপাধ্যায়	ফলে সবটা মিলেমিশে যে একটা দারুণ কিছু হবে, তা আঁচ করা যাচ্ছে। টালিউডে এবার পূজায় শিবপ্রসাদ-নন্দিতা জুটি ‘রক্তবীজ’ আনছেন, সঙ্গে থাকবে অরুণ রায়ের ‘বাঘাযতীন’। মুক্তি পাবে কোয়েল অভিনীত ‘মিতিন মাসি’ও। ফলে টালিউডে এবারের পূজা হবে জমজমাট। তবে বড় তারকাদের নিয়ে বড় চমকটা দিলেন টালিউডের ‘ফার্স্ট বয়’ সৃজিতই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মসজিদে আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় লাঞ্ছিত বিএনপি নেতা

বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু, মেট্রোরেল চলাচল বন্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালাম ভাইয়ের সংসারও সামলাতেন, পরিবারে হাহাকার

বিমানবন্দর রেলস্টেশনে ট্রেন থেকে আগ্নেয়াস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার

ঘুষ হিসেবে পাকা কলা নেওয়ার কথা স্বীকার, দুদকের গণশুনানিতে তাৎক্ষণিক বদলির আদেশ

এলাকার খবর
Loading...