Ajker Patrika

২ ডোজ টিকা নেওয়া দুই শিক্ষার্থী ঝুঁকিমুক্ত

গফরগাঁও প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৩: ১০
২ ডোজ টিকা নেওয়া দুই শিক্ষার্থী ঝুঁকিমুক্ত

গফরগাঁওয়ে দুই শিক্ষার্থীকে একই দিনে করোনার দুই ডোজ করে টিকা দেওয়ার ঘটনা ঘটেছে। পরে দুজনই হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে ছিল। তবে তাদের শারীরিক কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

ওই দুজন শিক্ষার্থী বনগ্রাম সরকারি প্রাথমিক (অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত) বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আলিফ ও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী খাদিজা।

গত সোম ও মঙ্গলবার আলতাফ হোসেন গোলন্দাজ অডিটোরিয়াম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে এমন ঘটনা ঘটে। তবে স্বাস্থ্য বিভাগের দাবি, এক দিনে দুই টিকা গ্রহণে কোনো অসুবিধা হবে না।

শিক্ষার্থী আলিফ জানায়, টিকা গ্রহণ করেছি বলার পরও আমার কথা বিশ্বাস না করে আরও এক ডোজ টিকা দিয়ে দেয়। আর তার পিতা রনি মিয়া বলেন, যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁদের অবহেলায় এমন ঘটনা ঘটেছে।

অপর শিক্ষার্থী খাদিজা গত সোমবার গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে থেকে বাড়ি বাড়ি ফেরে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাইনউদ্দিন খান বলেন, ‘টিকা নেওয়ার দুই থেকে তিন ঘণ্টার মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া না হলে আর ভয়ের কারণ নেই। আশা করছি কোনো সমস্যা হবে না।’

গফরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ এর গণ টিকদান কার্যক্রম শুরু হয় গত রোববার থেকে। এর মধ্যে টিকার মজুত শেষ হয়ে যাওয়ায় বুধবার বন্ধ ছিল টিকা কার্যক্রম। পরে গতকাল বৃহস্পতিবার পৌর এলাকাসহ আরও দুই ইউনিয়নে টিকা কার্যক্রম বর্ধিত করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে নিগুয়ারী ও পাঁচবাগ ইউনিয়নে টিকা কার্যক্রম শুরু হয়েছে। ওই সব অঞ্চলের শিক্ষার্থীদের কষ্ট করে আর উপজেলা সদরে আসতে হবে না। পর্যায়ক্রমে ৫২ হাজার শিক্ষার্থীর সবাইকে টিকার আওতায় আনা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনউদ্দিন খান বলেন, তিন দিনে ১১ হাজার ৭৫৪ জন শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়েছে। টিকা না থাকায় একদিন কার্যক্রম বন্ধ ছিল। সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবারের মধ্যে সব শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এলডিসি থেকে উত্তরণ হলে রপ্তানি খাতে বছরে ৮ বিলিয়ন ডলার হারাবে বাংলাদেশ

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যু: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বাবা, তোমরা আরও অন্তত পাঁচ-দশ বছর আমাদের নেতা থাকো: আসিফ নজরুল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত