Ajker Patrika

‘লাল টুপি’ নিয়ে বিতর্কে মোদি-অখিলেশ

কলকাতা প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১: ৪৬
‘লাল টুপি’ নিয়ে বিতর্কে মোদি-অখিলেশ

ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে (ইউপি) বিধানসভা ভোটের আগে শুরু হয়েছে ‘লাল টুপি’ নিয়ে বিবৃতির লড়াই। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা অখিলেশ যাদবের মাথায় থাকে লাল রঙের গান্ধী টুপি। গত মঙ্গলবার ইউপিতে বিজেপির হয়ে ভোট চাইতে গিয়ে সেই লাল টুপিকেই কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জবাবে লালের গুনগান শুরু করেছেন অখিলেশ। কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী ভদরা অবশ্য লালের লড়াইয়ের বদলে নারীশক্তির মাহাত্ম্য প্রচারে ব্যস্ত।

অখিলেশের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টির (সপা) বহু নেতা-কর্মী লাল টুপি পছন্দ করেন। আর এ নিয়ে মোদি বলেছেন, ‘লাল টুপি লাল বাতির গাড়ি চড়ার জন্য ভোট চাইছে। মানুষের কল্যাণের বদলে সন্ত্রাসীদের মদদ জোগাচ্ছে।’

মোদি লালের বিপদ সম্পর্কে রাজ্যবাসীকে সতর্ক করলেও গতকাল তার জবাব দিয়েছেন অখিলেশ। তাঁর মতে, ‘লাল আবেগের রং। বিপ্লবের রং। বিজেপির তাই এত ভয়।’

মোদী-অখিলেশের লড়াইয়ের মাঝেই আদিত্যনাথের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা।

এদিকে নির্বাচনের আগে উত্তর প্রদেশের রাজনীতির ময়দানে নতুন সমীকরণ দেখা যাচ্ছে। জানা গেছে, আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং সম্প্রতি অখিলেশের সঙ্গে বৈঠকে করেছেন এবং এর পর থেকে তিনিও মোদির বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন। আর সেটিও লাল টুপি ইস্যুতেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১৬ ডিসেম্বরের পর পুরোনো ও নতুন মোবাইল ফোনের রেজিস্ট্রেশন হবে যেভাবে

১৪ বছরের মেয়ে যেন নির্বিঘ্নে ভিডিও বানাতে পারে, তাই দেশ ছাড়ল ইনফ্লুয়েন্সার পরিবার

সাপের ছোবল খেয়ে সাপসহ হাসপাতালে নারী

ভারতীয় নারী ক্রিকেটারের খেলা দেখে ভাষা হারিয়ে ফেলেছেন মারুফা

১০ বছরের প্রতিরক্ষা চুক্তি করল ভারত-যুক্তরাষ্ট্র

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ