Ajker Patrika

জগদ্ধাত্রী একাই এক শ

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ০৮: ৫২
জগদ্ধাত্রী একাই এক শ

কলকাতার বাংলা সিরিয়ালে এখন প্রাধান্য পাচ্ছে নারীপ্রধান গল্প। বিভিন্ন নারীর জীবনসংগ্রামের ঘটনা গুরুত্ব পাচ্ছে এসব গল্পে। সে ধারাবাহিকতায় জি বাংলা নিয়ে আসছে নতুন সিরিয়াল ‘জগদ্ধাত্রী’। সহজ-সাধারণ এক ভিতু মেয়ের অসাধারণ হয়ে ওঠার কাহিনি দেখা যাবে এ সিরিয়ালে। নামভূমিকায় অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। ‘জগদ্ধাত্রী’ দিয়েই টিভি পর্দায় অভিনয়ে অভিষেক হচ্ছে তাঁর।

কয়েক দিন আগে জি বাংলা প্রকাশ করেছে সিরিয়ালটির প্রোমো। তাতে দেখা যায়, একান্নবর্তী পরিবারের এক মাতৃহীনা মেয়ে জগদ্ধাত্রী। পরিবারের সব বিষয়ে তার সতর্ক দৃষ্টি। বাড়িতে পূজার আয়োজন চলছে। প্রথমবার পূজা আয়োজনের দায়িত্ব পড়েছে জগদ্ধাত্রীর কাঁধে। সবকিছু সামলাতে হিমশিম দশা তার। সবকিছুই জোগাড় হয়েছে, নেই শুধু গঙ্গাজল। জগদ্ধাত্রী তখনই দৌড়ে যায় গঙ্গাজল আনতে।

এরপরই কাহিনিতে আসে টুইস্ট। জগদ্ধাত্রীর আরও একটা রূপ আছে। আসলে সে স্পেশাল ক্রাইম অফিসার। সন্ত্রাসীদের হাতে অপহৃত হওয়া কাঁকন আর তার মাকে বাঁচাতে নেমে পড়ে জগদ্ধাত্রী। একা হাতে সবাইকে শায়েস্তা করে অপহৃতদের উদ্ধার করে সে। মিশন শেষে জগদ্ধাত্রীর মুখে শোনা যায়, ‘জগদ্ধাত্রী পা রাখে যেখানে, পাপ মুছে যায় সেখানে’।

তবে নিজের এই দ্বিতীয় পরিচয় বাড়ির কারও কাছে প্রকাশ করে না জগদ্ধাত্রী। পেশাগত কাজ শেষে বাড়ি ফিরে আবারও ঘরোয়া মেয়ে হয়ে পূজার আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে। এ সিরিয়ালে জগদ্ধাত্রীর নায়ক হয়েছেন সৌম্যদীপ মুখোপাধ্যায়। এর আগে কালারস বাংলার ‘ত্রিশূল’ সিরিয়ালে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এ মাসের শেষের দিকে জি বাংলায় শুরু হবে ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালের প্রচার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত