Ajker Patrika

৫৪ কিলোমিটার নদীতে পানি থাকবে সারা বছর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৫৪ কিলোমিটার নদীতে পানি থাকবে সারা বছর

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে নির্মাণ হচ্ছে দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম। সংশ্লিষ্টরা বলছেন, এ প্রকল্প নির্মিত হলে জেলার ৫৪ কিলোমিটার নদীতে পানি থাকবে সারা বছর। এদিকে, প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত ও যুগ্ম সচিব। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুসংলগ্ন রেহাইচরে মহানন্দা নদীতে নির্মাণাধীন রাবার ড্যাম প্রকল্প এলাকা পরিদর্শন করেন তাঁরা। প্রকল্পের মধ্যবর্তী অগ্রগতি পরিদর্শনে আসেন তাঁরা।

এ সময় চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী ও স্থানীয় সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) এস এম রেজাউল মোস্তফা কামাল ও যুগ্ম সচিব (সেচ বিভাগ) এনামুল হক।

চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী বলেন, ভারত থেকে বয়ে আসা মহানন্দা নদীতে রাবার ড্যাম প্রকল্পটি বাস্তবায়ন হলে জেলার ৫৪ কিলোমিটার নদীতে সারা বছর পানি থাকবে। মহানন্দা নদী থেকে এসব পানি ব্যবহার করে নদী-তীরবর্তী এলাকার কৃষিকাজে সেচের ব্যবস্থা ও মৎস্য খাতে ব্যাপক উন্নয়ন হবে। ফলে কৃষকের খরচ কমবে ও উৎপাদন বাড়বে।

প্রকল্পের পরিচালক ও রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, এই পর্যন্ত প্রকল্পের প্রায় ৪৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী জুন মাসের মধ্যে কাজ শেষ হবে। এখন পর্যন্ত কাজের অগ্রগতি ভালো রয়েছে। পরিদর্শন শেষে মন্ত্রণালয়ে প্রেরণ করা প্রতিবেদনের ভিত্তিতে কাজ চলমান থাকবে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. ময়েজ উদ্দিন জানান, কাজের মধ্যবর্তী অগ্রগতি পরিদর্শন করতেই দুই সচিব এসেছিলেন। পানি কমার পর পুনরায় কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের ফলে মহানন্দা নদীর প্রবাহ ও নিষ্কাশন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কৃষিকাজে ৮ হাজার হেক্টর জমিতে সেচসুবিধা বৃদ্ধি পাবে।

এতে ৫৫ কোটি ৮৩ লাখ টাকার কৃষি উৎপাদন বাড়বে। ২ কোটি ৩৭ লাখ টাকার মৎস্য উৎপাদনের মাধ্যমে এলাকার জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লি প্রতিষ্ঠান বিভাগের সেচ উইংয়ের সংশ্লিষ্ট সিদ্ধান্ত অনুসারে এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

৩৫৩ মিটার দীর্ঘ রাবার ড্যামটি নির্মাণ সম্পন্ন হলে শুষ্ক মৌসুমে মহানন্দায় পানি ধরে রেখে বিস্তীর্ণ বরেন্দ্র অঞ্চলে অধিকতর সেচসুবিধা নিশ্চিত করা যাবে। আর এতে এ অঞ্চলে ফসল উৎপাদন দ্বিগুণ হবে। মৎস্য প্রজনন ও আহরণের আরও সুযোগ সৃষ্টি হবে। বদলে যাবে এই এলাকার মানুষের অর্থনৈতিক দৃশ্যপট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত