Ajker Patrika

খরচ বাড়ায় কমেছে বোরো চাষ, লোকসানকে দায়

বাগমারা প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৩৯
Thumbnail image

বাগমারায় বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তবে চাষাবাদের উপকরণ ও আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় বোরো চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন কৃষকেরা। প্রতি বছর কমছে বোরোর চাষাবাদ।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার কৃষকেরা লোকসানের বোঝা মাথায় নিয়ে এবার বোরো চাষে নেমে পড়েছেন। কৃষকদের অভিযোগ, কৃষি উৎপাদনের প্রধান উপকরণ সার, ডিজেল ও কীটনাশকের দাম বাড়ছে প্রতিনিয়ত কিন্তু কৃষি পণ্যের দাম বাড়ছে না। এতে লোকসান গুনতে হচ্ছে চাষিদের।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ১৯ হাজার ৩০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের তুলনায় ৫০০ হেক্টর কম। তবে কৃষি বিভাগের মতে, গত বছরের তুলনায় এবার বোরো চাষের লক্ষ্যমাত্রা বেশি নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ধানের দর কমে যাওয়া ও কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি পাওয়ায় অনেক এলাকার কৃষকেরা ধানি জমিতে পুকুর খনন করেছেন। এতে বোরো চাষের প্রকৃত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না। এবার ধীর গতিতে এগিয়ে চলছে বোরো চাষ। তবে আলু উত্তোলনের পর বাকি জমিতে পর্যায়ক্রমে বোরো চাষ শুরু হবে বলে ধারণা করছে কৃষি বিভাগ।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘ধান চাষের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কৃষকদের ধানের তুলনায় কম খরচ ও অল্প সেচে গম ও ভুট্টার আবাদ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বোরো চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক। পাশাপাশি ধানি জমির শ্রেণি পরিবর্তন করে রাতারাতি পুকুর খনন করা হচ্ছে, এতে ব্যাপকহারে কৃষি জমি হ্রাস পাচ্ছে। বিষয়টি উদ্বেগজনক।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ান জানান, অবৈধ পুকুর খনন বন্ধে কঠোর নজরদারি করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত