Ajker Patrika

বদলে গেল ছবির নাম নায়িকা হলেন পরী

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১২: ৪৪
বদলে গেল ছবির নাম নায়িকা হলেন পরী

ওমরা পালন করতে গত নভেম্বরের শেষ দিকে স্বামীর সঙ্গে সৌদি আরব গিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। যাওয়ার আগে চুক্তিবদ্ধ হয়েছিলেন চয়নিকা চৌধুরীর ‘অহংকারী বউ’ ওয়েব ফিল্মে। দেশে ফিরেই শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তাঁর।

গত সপ্তাহে মাহি ফিরেছেন। গতকাল শুক্রবার থেকে শুটিংও শুরু হয়েছে ওয়েব ফিল্মটির। কিন্তু এরই মধ্যে বদলে গেছে অনেক কিছু। শুটিং শুরুর দুই দিন আগে মাহি জানিয়ে দিয়েছিলেন, ছবিতে অভিনয় করতে পারবেন না তিনি।

মাহির এমন হঠাৎ সিদ্ধান্তে বিপাকেই পড়েছিলেন নির্মাতা। শেষ মুহূর্তে মাহির বিকল্প খুঁজে পাওয়া ছিল বড় চ্যালেঞ্জ। কিন্তু নির্মাতা চয়নিকা চৌধুরীকে এ যাত্রায় উদ্ধার করলেন পরীমণি।

মাহির বদলে ছবিতে যুক্ত হলেন পরীমণি। গতকাল থেকে শুটিং শুরু করেছেন পরী। শুধু নায়িকা নয়, বদলেছে ছবির নামও। ‘অহংকারী বউ’ বদলে নতুন নাম রাখা হয়েছে ‘কাগজের বউ’।

ছবিতে মূল চরিত্রে আছেন পরীমণি। পর্দায় তাঁর নায়ক ইমন। গতকাল দুজনই উপস্থিত ছিলেন ছবির শুটিংয়ে। এতে ইমন-পরী ছাড়াও অভিনয় করছেন ডি এ তায়েব।

জানা গেছে, ছবিতে পরী অভিনয় করছেন বড়লোকের মেয়ের চরিত্রে। তুলনায় গরিব এক ছেলের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু বিয়েতে তাঁর সম্মতি ছিল না। বাবার শর্তে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকেন পরী। মানসিক নির্যাতন চালাতে থাকেন স্বামীর ওপর।

নির্মাতা জানিয়েছেন, সম্পূর্ণ সামাজিক ছবি হবে এটি। গল্পের শেষে সবার জন্য একটি বার্তাও থাকছে—অর্থের চেয়ে মানুষের মর্যাদা ও মানবতাবোধ বেশি মূল্যবান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত