Ajker Patrika

তারকব্রহ্ম মহানামযজ্ঞ লীলাকীর্তন শুরু

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৩: ০২
Thumbnail image

মেহেরপুরের গাংনীতে ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ লীলাকীর্তন শুরু হয়েছে। গত সোমবার রাত ৯টার দিকে গাংনীর কেন্দ্রীয় মন্দিরে আনুষ্ঠানিকভাবে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়। এর আগে গীতা পাঠ করেন শ্রী সুকেশ চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী দীনবন্ধু বিশ্বাস। সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সাংসদ মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

তারকব্রহ্ম মহানামযজ্ঞ লীলাকীর্তনের উদ্বোধন ঘোষণা করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী সুশান্ত কুমার পাত্র। জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শাশ্বত চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন মেহেরপুর জজকোর্টের পিপি পল্লব ভট্টাচার্য।

অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত