Ajker Patrika

নারীদের জন্য অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারীদের জন্য অ্যাপ

বিভিন্নভাবে আমাদের জীবন সহজ করে দিয়েছে অ্যাপ। মূলত মোবাইল ফোননির্ভর এ প্রযুক্তি এখন ঢুকে গেছে প্রতিদিনের জীবনে। খাবার কিংবা ওষুধ কেনা থেকে শুরু করে বাইক কিংবা গাড়ি বুকিং, ফ্লাইটের টিকিট বুকিং অথবা হোটেল বুকিং–কী করা যায় না অ্যাপের মাধ্যমে, সেটাই এখন প্রশ্ন। এমন হাজারো অ্যাপের ভিড়ে শুধু নারীদের জন্য এসেছে বেশ কিছু অ্যাপ। এগুলো নারীদের বিভিন্ন কাজে বেশ সহায়তা করে।

মায়া
মায়া অ্যাপ নারীদের পিরিয়ড, মুড সুইং, গর্ভধারণ বিষয়ে তথ্য দেবে। ক্যালেন্ডার অনুযায়ী কবে আপনার পিরিয়ডের তারিখ হবে তাও জানিয়ে দেবে। এই অ্যাপের একটি ফোরাম আছে। সে ফোরামে বিশ্বের সব প্রান্তের নারী নিজেদের সমস্যা জানিয়ে প্রশ্ন করেন। সব প্রশ্নেরই উত্তর দেওয়া হয়। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে মায়া অ্যাপ ডাউনলোড করা যাবে। 

বাঁচাও
বাঁচাও অ্যাপ উত্ত্যক্তকরণসহ যেকোনো পরিস্থিতিতে রক্ষা করতে পারে। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করতে হবে। এরপর জরুরি যোগাযোগের জন্য তিনটি ফোন নম্বর নির্বাচন করতে হবে। এই অ্যাপ স্মার্টফোনে ইনস্টল করা নারী বিপদে পড়লে এই অ্যাপের ‘রেপ অ্যালার্ট’ বাটনে ক্লিক করলে কাছাকাছি থাকা পরিবারের সদস্য, বন্ধু ও স্বেচ্ছাসেবকেরা সেই বার্তা পেয়ে যাবেন। আবার ‘সেইফ নাও’ লেখা সবুজ বাটনে ক্লিক করলে সংশ্লিষ্ট ব্যক্তিরা সেটাও জানতে পারবেন।

শাটল
রাজধানীতে নারীদের নিরাপদে যাতায়াতের জন্য রয়েছে শাটল অ্যাপ। শুধু নারীদের জন্য নির্দিষ্ট জায়গা থেকে নির্দিষ্ট সময়ে বিভিন্ন রুটে সেবা দেবে এই শাটল। গুগল প্লে স্টোর থেকে এ অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে হয়।

স্কিন ব্লিস
পাঁচ ধরনের ত্বক বিষয়ে এ অ্যাপে তথ্য পাওয়া যাবে। এখানে ফেস মাস্ক, সিরাম, ভিটামিন সি, ক্লিনজিং, আইক্রিম সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এগুলো কীভাবে ব্যবহার করতে হবে, একই পণ্যের কয়টি ধরন হয়ে থাকে এবং কীভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে বিস্তারিত তথ্য আছে অ্যাপটিতে।  গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি নামানো যাবে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত