Ajker Patrika

খানাখন্দে যান চলাচলে ঝুঁকি

জামাল মিয়া, বিশ্বনাথ
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১১: ২৯
খানাখন্দে যান চলাচলে ঝুঁকি

বিশ্বনাথ উপজেলার জনগুরুত্বপূর্ণ একটি সড়ক বিশ্বনাথ জিসি-খাজাঞ্চী-কামালবাজার সড়ক। সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় এর কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। কিন্তু সড়কটি সংস্কারে কর্তৃপক্ষ এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চারদলীয় জোট সরকারের আমলে এই সড়কের পূর্ণাঙ্গ নির্মাণকাজ করা হয়। সর্বশেষ ২০১৫ সালে সড়কের সংস্কারকাজ করা হয়। বছর না ঘুরতেই সড়কের কার্পেটিং উঠতে শুরু করে। সৃষ্টি হতে থাকে ছোট-বড় খানাখন্দ। জনগুরুত্বপূর্ণ এই সড়ক বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এই সড়ক দিয়ে প্রতিদিন বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী, অলংকারি, রামপাশা ইউনিয়ন ও সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মানুষ বিশ্বনাথ উপজেলা সদর ও জেলা সদরে যাতায়াত করেন। বর্তমানে বেহাল সড়কের কারণে চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার মানুষ।

সড়কের এমন নাজুক অবস্থার কারণে অনেক চাকরিজীবীরা সময়মতো তাঁদের গন্তব্যে পৌঁছাতে পারেন না; বিশেষ করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গর্ভবতী মায়েদের নিয়ে বিপাকে পড়তে হয় অভিভাবকদের।

২০২০ সালের ১৩ অক্টোবর গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে সরেজমিন সড়কটি পরিদর্শন করেন স্থানীয় সাংসদ মোকাব্বির খান। কিন্তু সড়ক সংস্কারে সরকারের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে হতাশ এলাকাবাসী।

এ ব্যাপারে অটোরিকশাচালক লিলু মিয়া বলেন, ‘জীবিকার তাগিদে প্রতিদিন এ সড়কে ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে গাড়ি চালাতে হচ্ছে। প্রায়ই নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। আমরা দ্রুত এ থেকে মুক্তি চাই।’

ইউপি সদস্য গৌছ আহমদ বলেন, যথাসময়ে সড়কের সংস্কারকাজ না হওয়ায় এই অবস্থা হয়েছে। ফলে দুর্ভোগ হচ্ছে জনসাধারণের। জরুরি ভিত্তিতে জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

এদিকে সড়কটি সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত শনিবার বিকেলে স্থানীয় খাজাঞ্চী স্টেশন বাজারে এলাকাবাসী ও টেম্পো-অটোরিকশাচালক শ্রমিক জোটের ব্যানারে এই মানববন্ধন করা হয়। সুলেমান মিয়া মানববন্ধনে সভাপতিত্ব করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত