Ajker Patrika

আমন ধান কাটা শুরু

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৮: ৪৭
আমন ধান কাটা শুরু

ফেনীর দাগনভূঞা উপজেলায় চলতি বছর আমনের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ১৯৬ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। ইতিমধ্যে উপজেলার চাষিরা আমন ধান কাটা শুরু করেছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবারের মৌসুমে ৮ হাজার ৩৩০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এ মৌসুমি আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৮ হাজার ৩০৪ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে ১৯৬ হেক্টর বেশি জমিতে আমন উৎপন্ন হয়েছে।

পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের কৃষক আবু তাহের জানান, চলতি আমন মৌসুমে ফলন বেশ ভালো হয়েছে। গত সোমবার সকাল থেকে তিনি আমন ধান কাটা শুরু করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন মজুমদার জানান, চলতি আমন মৌসুমে আমনের ফলন ভালো হয়েছে। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন স্থানে আমন ধান কাটায় কৃষকদের সহযোগিতা করা হচ্ছে। ফলন বাম্পার হওয়ায় কৃষকেরা অত্যন্ত খুশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত