Ajker Patrika

নিষেধাজ্ঞার তোয়াক্কা নেই নদীতে শত শত জেলে

খান রফিক, বরিশাল
নিষেধাজ্ঞার তোয়াক্কা নেই নদীতে শত শত জেলে

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বরিশালে নিষেধাজ্ঞার তোয়াক্কাই করছেন না জেলেরা। ইলিশের খনি হিসেবে পরিচিতি মেঘনাঘেরা হিজলা ও  হিজলা শত শত জেলে নদীতে নেমে পড়েছেন। একই অবস্থা বরিশালের কীর্তনখোলা, বাবুগঞ্জের আড়িয়াল খাঁ ও সন্ধ্যা নদীতে। তাদের প্রতিরোধে হামলার শিকার হচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মৎস্য অধিদপ্তরের তথ্যমতে, গত চার দিনে ১১৩ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এঁদের একটি বড় অংশ ভাড়ায় খাটা শ্রমিক। হিজলায় স্থানীয় বাসিন্দারা জানান, শত শত জেলে মেঘনা নদীতে নেমে পড়েছেন। উপজেলার নাছোকাঠি, আবুপুর, জানপুর, খালিসপুর এলাকায় প্রশাসনের নামে চাঁদা তোলে একটি শ্রেণি। ঢিলেঢালা অভিযানের কারণে পুরাতন হিজলাসংলগ্ন দুর্গাপুর, মৌলভীরহাট, গঙ্গাপুরে গতকালও অনেক জেলে নৌকা দেখা গেছে।

হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম পারভেজ আজকের পত্রিকাকে বলেন, তাঁর আওতাধীন এলাকায় ৪২ জেলেকে জেল এবং দুজনকে জরিমানা করা হয়েছে। তিনি বলেন, জেলেরা নামার চেষ্টা করছেন। তাঁদের নিয়ন্ত্রণে ব্যাপক ধরপাকড় করছেন। ইতিমধ্যে গত সোমবার রাতে আবুপুরে জেলেদের হামলায় এক পুলিশ সদস্য মাথায় আঘাত পেয়েছেন। 
মেহেন্দীগঞ্জের মেঘনা, ইলিশা, গজারিয়া, কালাবদর নদীতে দেদার মা ইলিশ শিকার চলছে।

মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল হোসেন বলেন, দরিরচর খাজুরিয়া পুলিশের ওপর হামলা চালিয়েছেন জেলেরা। তাঁর এলাকায় গত চার দিনে ৬০ জনকে জেল দেওয়া হয়েছে। 
উজিরপুরের সন্ধ্যা নদীর শিকারপুর ব্রিজের ঢালে, চতলবাড়ি, চৌধুরীর হাট, গালা খেয়াঘাটে জেলেরা মাছ ধরছেন দেদার। একই অবস্থা পার্শ্ববর্তী বানারীপাড়ায়। বাবুগঞ্জের সন্ধ্যা, সুগন্ধা নদী এবং আড়িয়াল খাঁ নদে সমানে চলছে ইলিশ নিধন।

এ ব্যাপারে বরিশাল জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, জেলায় এ পর্যন্ত ১১৩ জেলের কারাদণ্ড হয়েছে। এর মধ্যে হিজলা ও মেহেন্দীগঞ্জে সবচেয়ে বেশি। নদীতে মাছ বেশি। এ কারণে দুষ্কৃতকারীরা উৎপাত করছেন বেশি। তিনি বলেন, শ্রমিকেরা ভাড়ায় নদীতে নেমে জাল টানছেন।

এদিকে মা ইলিশ রক্ষায় গতকাল বিকেলে কীর্তনখোলাসহ বিভিন্ন নদীতে অভিযানে অংশ নেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, ডিসি জসীম উদ্দীন হায়দারসহ মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত