কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
শিল্প এলাকা হিসেবে পরিচিত রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ জুন। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৭ মে প্রতীক বরাদ্দের পর থেকেই দুজন চেয়ারম্যান প্রার্থী, ২১ জন সাধারণ সদস্য এবং ১৩ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী সকাল থেকে রাত অবধি বিরামহীন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে দুই ইউপি সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৪৮৮ এবং নারী ভোটার ৪ হাজার ৬৭২ জন।
নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের টিকিট পেয়েছেন সাবেক ছাত্রনেতা ও বর্তমান কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন। ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু করা এই ছাত্রনেতা কাপ্তাই উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন শেষে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং পরে সাংগঠনিক সম্পাদক হন। এলাকার বিভিন্ন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্লিন ইমেজের রাজনৈতিক কর্মী হিসেবে এলাকায় তাঁর বেশ সুনাম রয়েছে। বিগত সময়ে রাজনৈতিক কোনো দাঙ্গা-হাঙ্গামায় তিনি নিজেকে জড়াননি। ইতিমধ্যে তাঁর দলের বিভিন্ন স্তরের নেতারা সর্বশক্তি দিয়ে নৌকার পক্ষে মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন।
কেপিএমের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে শুক্রবার কথা হয় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আক্তার হোসেন মিলনের সঙ্গে। এ সময় তিনি এই প্রতিবেদককে জানান, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। যেখানে নির্বাচনী প্রচারণায় যাচ্ছি সেখানে দলমত-নির্বিশেষে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পাচ্ছি।
এদিকে, তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান বিপ্লব মারমা। ইতিমধ্যে তিনি একবার এই ইউনিয়নের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন। এলাকার কয়েকজন ভোটার জানান, চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করাকালীন তিনি কখনো কারও সঙ্গে খারাপ আচরণ করেননি। ইউনিয়ন পরিষদে যখন কোনো কাজে গেছি তিনি সে কাজগুলো হাসিমুখে করে দিয়েছেন। এলাকায় ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে তাঁরও সুনাম রয়েছে।
শুক্রবার ৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ শেষে মিশন এলাকায় তাঁর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের।
শিল্প এলাকা হিসেবে পরিচিত রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ জুন। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৭ মে প্রতীক বরাদ্দের পর থেকেই দুজন চেয়ারম্যান প্রার্থী, ২১ জন সাধারণ সদস্য এবং ১৩ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী সকাল থেকে রাত অবধি বিরামহীন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে দুই ইউপি সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৪৮৮ এবং নারী ভোটার ৪ হাজার ৬৭২ জন।
নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের টিকিট পেয়েছেন সাবেক ছাত্রনেতা ও বর্তমান কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন। ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু করা এই ছাত্রনেতা কাপ্তাই উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন শেষে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং পরে সাংগঠনিক সম্পাদক হন। এলাকার বিভিন্ন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্লিন ইমেজের রাজনৈতিক কর্মী হিসেবে এলাকায় তাঁর বেশ সুনাম রয়েছে। বিগত সময়ে রাজনৈতিক কোনো দাঙ্গা-হাঙ্গামায় তিনি নিজেকে জড়াননি। ইতিমধ্যে তাঁর দলের বিভিন্ন স্তরের নেতারা সর্বশক্তি দিয়ে নৌকার পক্ষে মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন।
কেপিএমের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে শুক্রবার কথা হয় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আক্তার হোসেন মিলনের সঙ্গে। এ সময় তিনি এই প্রতিবেদককে জানান, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। যেখানে নির্বাচনী প্রচারণায় যাচ্ছি সেখানে দলমত-নির্বিশেষে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পাচ্ছি।
এদিকে, তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান বিপ্লব মারমা। ইতিমধ্যে তিনি একবার এই ইউনিয়নের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন। এলাকার কয়েকজন ভোটার জানান, চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করাকালীন তিনি কখনো কারও সঙ্গে খারাপ আচরণ করেননি। ইউনিয়ন পরিষদে যখন কোনো কাজে গেছি তিনি সে কাজগুলো হাসিমুখে করে দিয়েছেন। এলাকায় ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে তাঁরও সুনাম রয়েছে।
শুক্রবার ৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ শেষে মিশন এলাকায় তাঁর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪