Ajker Patrika

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার রাখালবুরুজ কেরামতিয়া আলিম মাদ্রাসার শিক্ষক আশরাফুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে।

আশরাফুলের নামে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আদুরী খাতুন নামের এক নারী।

আদুরী বলেন, ‘চাকরির জন্য ঘুষ দিতে হবে বলে আশরাফুল ইসলাম চার বছর আগে আমার কাছ থেকে ৭০ হাজার টাকা নেন। কিন্তু চাকরি না হওয়ায় আমি টাকা ফেরত চাইলে তিনি টালবাহানাসহ দুর্ব্যবহার করতে থাকেন। একবার টাকা ফেরত দেওয়ার কথা বলে চেকও দেন তিনি। কিন্তু ব্যাংকে গিয়ে জানা যায় অ্যাকাউন্ট বহু আগেই বন্ধ হয়ে গেছে। পরে আশরাফুল ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করেন যে ১ ডিসেম্বর সব টাকা ফেরত দেবেন। কিন্তু তিনি আজ অবধি টাকা পরিশোধ করেননি।’

রাখালবুরুজ কেরামতিয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নুর মোহাম্মাদ খায়রুল বাশার বলেন, ‘আশরাফুল এই প্রতিষ্ঠানের ইংরেজি বিষয়ের শিক্ষক। তিনি চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। তাঁদের চাপের মুখে তিনি দীর্ঘদিন মাদ্রাসায় আসেন না। সম্প্রতি তিনি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন।’

এ বিষয়ে জানতে আশরাফুলের মোবাইল ফোনে একাধিক কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

যোগাযোগ করা হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম পারভেজ আজকের পত্রিকাকে জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত