Ajker Patrika

আমরা যেন শুধু শিক্ষিত বেকার তৈরি না করি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আমরা যেন শুধু শিক্ষিত বেকার তৈরি না করি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বিগত বিএনপি-জামায়াতের আমলে ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশে শিক্ষার মান বাড়েনি। উল্টো মান কমেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশের সব শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসতে পেরেছি। আমরা যেন শুধু শিক্ষিত বেকার তৈরি না করি, সে লক্ষ্যে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছি, দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানো হয়েছে। সেখানে কর্মোপযোগী শিক্ষা দেওয়ার চেষ্টা করছি আমরা।’গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং শহরে চারুকলা ইনস্টিটিউটের ছাত্রাবাস উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা শুধু মুখস্থ নয়, তারা পড়ে পড়ে শিখবে, জানবে। তারা যেন শিক্ষাটাকে কাজে লাগাতে পারে। তা নাহলে এই শিক্ষার কোনো মূল্য নেই। তারা মূল্যবোধ শিখবে, অসাম্প্রদায়িক মানুষ হবে। মানুষের প্রতি সম্মানবোধ নিয়ে তারা বড় হবে। বৈধ কোনো কাজকে তারা ছোট করে দেখবে না।
দীপু মনি বলেন, ‘বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার দিকে নজর দিতে হবে। সবাই অনার্স-মাস্টার্সের দিকে ঝোঁকে। এত অনার্স-মাস্টার্স পৃথিবীতে কোথাও কেউ করে না। যত দেশ উন্নত হয়েছে, তারা কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা, প্রযুক্তির শিক্ষার দিকে তারা গেছে। সেই দিকগুলো তারা গুরুত্ব দিয়েছে। জার্মানিতে ৫০ ভাগ শিক্ষার্থী কারিগরি শিক্ষা গ্রহণ করে। আমাদের এখানে কারিগরি নিয়ে একটা ভ্রান্ত ধারণা আছে, কারিগরি শিক্ষাটা বোধ হয় কম মেধাবী এবং দরিদ্র পরিবারের জন্য। এই কথাটা একদম ঠিক নয়। কারিগরিতে পড়াশোনায় যে বয়সের বাধা ছিল, তা তুলে দিয়েছি এবং কারিগরি পাস করে যাতে অন্য কিছুতে যেতে পারে, সেটিও আমরা সৃষ্টি করার চেষ্টা করছি। আমাদের শিক্ষায় অনেক পরিবর্তন আনার সুযোগ রয়েছে, আমরা আনছি।’
মন্ত্রী মেয়র আইভীর প্রশংসা করে বলেন, ‘আমি চারুকলার ভবন দেখে সত্যিই মুগ্ধ। আমাদের সবার খুব 
প্রিয় মানুষ ডা. সেলিনা হায়াৎ আইভীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আইভী আপা এত কিছু করতে পারছেন, কারণ, তাঁর এটি সিটি করপোরেশন এলাকা।’
এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুমন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত