Ajker Patrika

ওষুধ কোম্পানির প্রতিনিধিকে মারধর

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৩: ০৪
ওষুধ কোম্পানির প্রতিনিধিকে মারধর

নোয়াখালীর সুবর্ণচরে শেখ ফরিদ (২৬) নামের ওষুধ কোম্পানির এক প্রতিনিধির ওপর হামলা চালানো হয়েছে। স্থানীয় পল্লি চিকিৎসক রহিমা ফার্মেসির মালিক ইব্রাহিম খলিল সুমন এই হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। শেখ ফরিদ ফার্মাশিয়া লিমিটেডের সুবর্ণচর প্রতিনিধি।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরজুবিলী ইউনিয়নের পরিষ্কার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শেখ ফরিদ পরিষ্কার বাজার থেকে বাড়ি ফেরার পথে পল্লি চিকিৎসক সুমন ও তাঁর সহযোগী জাকের, বিপ্লবসহ কয়েকজন তাঁর ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা এসে শেখ ফরিদকে উদ্ধার করে।

হামলায় আহত শেখ ফরিদ জানান, ওরিয়ন ফার্মার মেডিকেল রিপ্রেজেনটেটিভ ইকবালের একটি ফেসবুক পোস্ট শেয়ার করার অভিযোগে আমার ওপর তারা হামলা চালায়। এ সময় তারা আমাকে মারধর করে আমার কোম্পানির দেওয়া একটি মোবাইল ফোন ও ১০ হাজার টাকা নিয়ে যায়।

এ ঘটনার তাৎক্ষণিক চরজব্বার থানায় অভিযোগ করলে পুলিশ পল্লি চিকিৎসক সুমনকে আটক করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত