Ajker Patrika

সাময়িক বরখাস্ত হয়েও দায়িত্বে

কাউনিয়া প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৪: ২৪
সাময়িক বরখাস্ত হয়েও দায়িত্বে

কাউনিয়া রেলওয়ে স্টেশনের অফিস কার্যক্রম চলছে সাময়িক বরখাস্ত হওয়া স্টেশন ইনচার্জ দিয়ে। অর্থ আত্মসাতের ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে অভিযুক্ত ইনচার্জ বাবু আল রশিদ কার্যালয়ে এসে দায়িত্ব পালন করছেন।

গতকাল রোববার স্টেশনে গিয়ে রশিদকে তাঁর কার্যালয়ে দেখা যায়। এ নিয়ে স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কর্তৃপক্ষ বলছে, রশিদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

স্টেশন কার্যালয় সূত্র জানায়, যাত্রীদের কাছে টিকিট বিক্রি ও মালামাল পরিবহনের ৩৩ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন স্টেশনের প্রধান বুকিং ম্যানেজার মিশুক আল মামুন। এ নিয়ে ৪ অক্টোবর মামলা করেন লালমনিরহাট রেলওয়ের জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর সহির উদ্দিন। পুলিশ পরের দিন মামুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এ ঘটনায় ইনচার্জ রশিদের নজরদারির অভাব ও উদাসীনতা ছিল বলে অভিযোগ ওঠে। এ কারণে তাঁকে ৪ অক্টোবর সাময়িক বরখাস্ত করা হয়।

তবে গতকাল বেলা ১১টার দিকে রশিদকে স্টেশন কার্যালয়ে দায়িত্ব পালন করতে দেখা যায়। তিনি অর্থ আত্মসাতের ঘটনায় তাঁর দায়িত্বে অবহেলার বিষয়টি অস্বীকার করেন। আর সাময়িক বরখাস্ত হওয়ার পরও অফিসে দায়িত্ব পালনের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে রেলওয়ে পশ্চিমাঞ্চল লালমনিরহাটের ডিভিশনাল ম্যানেজার শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, রেলের টাকা আত্মসাতের ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে স্টেশন ইনচার্জকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।

রশিদের অফিস করা নিয়ে জানতে চাইলে শাহ সুফী জানান, সাময়িক বরখাস্ত হওয়া স্টেশন ইনচার্জ কোনো অফিশিয়াল কাগজে সই করতে পারবেন না। তবে তাঁকে প্রতিদিন স্টেশনের অফিসে হাজির থাকতে হবে। এটাই তিনি করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত