Ajker Patrika

দক্ষিণের চ্যাম্পিয়ন যশোর

যশোর প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৪: ৫৭
দক্ষিণের চ্যাম্পিয়ন যশোর

শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার দক্ষিণ অঞ্চলের ভেন্যুতে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক যশোর।

দুই উইকেট হাতে রেখেই যশোর দল জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে। এই ভেন্যুতে রানার্সআপ হয়েছে প্রতিবেশী জেলা সাতক্ষীরা।

গতকাল বুধবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে এই খেলা হয়। এ দিন সাতক্ষীরা প্রথমে ব্যাট করে ৩৭ ওভার পাঁচ বলে সব কটি উইকেট হারিয়ে ১১৫ রান করে।

জবাবে ব্যাট করতে নেমে বলে ৪১ ওভার তিন বলে আট উইকেট হারিয়ে ১১৯ রান করে জয় নিশ্চিত করে স্বাগতিক যশোর।

ব্যাট হাতে সাতক্ষীরার সৈয়দ নেওয়াজ শরীফ ৬৬ বলে তিনটি বাউন্ডারিতে সর্বোচ্চ ৩৩, এস কে সাইদুল হক ১৮ ও তানজিম আহমেদ সজীব অপরাজিত ১৫ রান করে। এ ছাড়া অতিরিক্ত থেকে আসে ২৪ রান।

যশোরের সোহান হোসেন পাঁচ ওভার পাঁচ বলে দুটি মেডেনসহ সাত রানে পাঁচ উইকেট, আজমান হোসেন জাবিদ ১৫ রানে তিনটি এবং বারিকুল ইসলাম ও আবির হোসেন একটি উইকেট দখল করে।

ব্যাট হাতে যশোরের পক্ষে দলীয় অধিনায়ক অভিক ঘোষ বিল্টু ৫৮ বলে দুই চারে অপরাজিত ২৯ রান করে। এই রানের জন্য ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বিল্টু। এ ছাড়া বারিকুল ইসলাম ২৬, আবির হোসেন ১৯ ও মিকাইল ১২ রান করে।

বল হাতে সাতক্ষীরার এসকে সাদিকুল হক ২৭ রানে চারটি, এনামুল, রাহাতুল ইসলাম ও তানজিম আহমেদ সজীব একটি উইকেট দখল করে।

ম্যাচ শেষে চ্যাম্পিয়ন স্বাগতিক দল ও রানার্সআপ সাতক্ষীরা দলের হাতে পুরস্কার তুলে দেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেল প্রশাসক রফিকুল হাসান, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, সাবেক ক্রিকেটার খান মোহাম্মদ রফিক সকু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি ফরহাদুর রেজা মুন্না প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত