Ajker Patrika

ইটভাটার মাটিতে সড়কে কাদামাটি, ধুলা-বালি

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৪: ১২
ইটভাটার মাটিতে সড়কে  কাদামাটি, ধুলা-বালি

নরসিংদীর মনোহরদীতে বিভিন্ন পাকা সড়ক দিয়ে ট্রাকে করে মাটি নেওয়া হয় বিভিন্ন ইটভাটায়। এ সময় ট্রাক থেকে সড়কে মাটি পড়ে। সামান্য বৃষ্টিতে সেই মাটি ভিজে সড়কে কাদা হয়। এতে সড়ক পিচ্ছিল হয়ে পড়ে। এ পিচ্ছিল সড়কে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে। প্রায়ই দুর্ঘটনা ঘটে। তা ছাড়া শুকনো মৌসুমে সড়কে ধুলা ওড়ে। স্থানীয় বাসিন্দারা এ সমস্যা নিরসনের জন্য প্রশাসনের দৃষ্টি করছেন। তবে প্রশাসন বলছে, রাস্তার এ সমস্যা নিয়ে এখনো কেউ অভিযোগ করেননি। বিষয়টি জেনে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চণ্ডীতলা গ্রামের মেসার্স বিবিএফ এবং সিবিএফ নামে দুটি ইটভাটা রয়েছে। দুই ইটভাটায় বিভিন্ন এলাকা থেকে মাটি আনা হয়। আনা-নেওয়ার সময় সড়কে মাটি পড়ে। তাই সামান্য বৃষ্টি হলেই বড়চাপা থেকে শাহ ইরানী মাজার সড়কের চণ্ডীতলা, আতুশাল ও শিমুলতলী এলাকার সড়ক পিচ্ছিল হয়ে পড়ে। আর শুকনো মৌসুমে সড়কে অনেক ধুলাবালি হয়। তা ছাড়া বড় মির্জাপুর গ্রামের কেবিএম ইটভাটায় মাটি আনার কারণে চালাকচর থেকে চণ্ডীতলা মোড় সড়কের বীরমাইজদিয়া, উরুলিয়া, কাহেতেরগাঁও এবং আশপাশের সড়কেরও একই অবস্থা। অতিরিক্ত ট্রাক চলাচলের কারণে এসব সড়কের কোথাও কোথাও ভাঙতে শুরু হয়েছে। যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

নাজমুল ইসলাম নামে মোটরসাইকেলচালক বলেন, ‘সড়কে কাদা থাকার কারণে আমি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছি। গাড়ি চালানো যায় না। ইটভাটায় মাটি নেওয়ার সময় ট্রলি থেকে যেসব মাটি সড়কে পড়েছিল; অসময়ের বৃষ্টিতে সেই মাটিতে রাস্তা পিচ্ছিল হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।’

অটোরিকশাচালক আবুল হোসেন বলেন, ‘সামান্য বৃষ্টি হলেই চালাকচর থেকে শিমুলকান্দী সড়কে গাড়ি নিয়ে যাওয়া যায় না। কয়েক দিন আগে রাস্তা পিচ্ছিল হওয়ায় যাত্রীসহ দুর্ঘটনার শিকার হয়েছি। এতে গাড়ির অনেক ক্ষতি হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।’

এ নিয়ে জানতে চাইলে সিবিএফ এবং বিবিএফ ব্রিকসের মালিক আফাজ উদ্দিন কিরণ বলেন, ‘আমার ইটভাটায় এ বছর মাটি নেওয়া হয়নি। যাঁরা পুকুর অথবা গর্ত ভরাট করেন, তাঁদের কারণে রাস্তার এই দুরবস্থার সৃষ্টি হয়েছে।’

এ নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম কাসেম বলেন, ‘রাস্তার এই সমস্যা নিয়ে এখনো কেউ অভিযোগ করেনি। বিষয়টি জেনে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত