Ajker Patrika

প্রাচ্যনাটের লালযাত্রা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১০: ১০
Thumbnail image

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতকে স্মরণ করে প্রতিবছর নাট্যদল প্রাচ্যনাটের আয়োজন করে ‘লালযাত্রা’। সদস্যরা সাজেন লাল আর কালো পোশাকে, হাতে থাকা লাল গোলাপ ছিটিয়ে হেঁটে বেড়ান রাস্তায়। গাওয়া হয় দেশের গান। টানা ১০ বছর এটি অনুষ্ঠিত হলেও করোনার কারণে গত দুই বছর এটি করতে পারেনি দলটি। আজ বিকেল ৫টায় হবে প্রাচ্যনাটের লালযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর (টিএসসি) থেকে ইম্প্রোভাইজেশনের মধ্য দিয়ে প্রাচ্যনাট সবান্ধব হেঁটে যাবে স্মৃতি চিরন্তন চত্বর (ফুলার রোড সড়কদ্বীপ) পর্যন্ত। এ সময় তাঁরা গাইবেন দেশের গান। স্মৃতি চিরন্তন চত্বরে সব শহীদের প্রতি সম্মানার্থে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শেষ হবে লালযাত্রা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত