Ajker Patrika

জেলায় করোনা শনাক্ত শূন্য

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৫: ০৫
জেলায় করোনা শনাক্ত শূন্য

কুমিল্লায় গত শনিবার বিকেল ৫টা থেকে গতকাল রোববার বিকেল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তিনজনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে কারও দেহে করোনাভাইরাস শনাক্ত হয়নি। এই সময়ে কেউ মারাও যাননি। তবে সুস্থ হয়েছেন ১৫ জন। গতকাল রোববার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, ওই গত ২৪ ঘণ্টায় তিনজনের করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য ২ লাখ ১ হাজার ৩৬৯ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ২ লাখ ২৯৪ জনের। এর মধ্যে ৩৯ হাজার ৮৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৮২০ জন। আর মারা গেছেন ৯৫৪ জন।

এদিকে ওই গত ২৪ ঘণ্টায় বিদেশগামী ২৯৫ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এঁদের মধ্যে কারও দেহে ভাইরাসটি শনাক্ত হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালাম ভাইয়ের সংসারও সামলাতেন, পরিবারে হাহাকার

ঘুষ হিসেবে পাকা কলা নেওয়ার কথা স্বীকার, দুদকের গণশুনানিতে তাৎক্ষণিক বদলির আদেশ

জীবনের শেষ ইচ্ছার কথা ফেসবুকে প্রকাশ, বাস্তবেও ঘটল তাই

ভারতকে হারালে সাড়ে ৮ কোটি টাকা পাবে বাংলাদেশ

সাংবাদিকদের ন্যূনতম বেতন নবম গ্রেডের কাছাকাছি করা হচ্ছে: উপদেষ্টা মাহফুজ

এলাকার খবর
Loading...