Ajker Patrika

‘বন্ধু রে’ গাইলেন ওয়াহিদ আজাদ

‘বন্ধু রে’ গাইলেন ওয়াহিদ আজাদ

ওয়াহিদ আজাদের গাওয়া ‘এই জীবনে’ এবং ‘একতারা দোতারা’ গান দুটি পছন্দ করেছেন শ্রোতারা। এবার আরও একটি নতুন মৌলিক গান নিয়ে আসছেন ওয়াহিদ আজাদ। গানের শিরোনাম ‘বন্ধু রে’। গানটি লিখেছেন প্রয়াত কাওসার আহমেদ চৌধুরী। সুর করেছেন প্রয়াত লাকী আখান্দ্। সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। গানটি আজ ‘শব্দ কারিগর’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানিয়েছেন ওয়াহিদ আজাদ।

ওয়াহিদ আজাদ বলেন, ‘আমার পরম সৌভাগ্য যে বাংলাদেশের দুজন কিংবদন্তি গীতিকার ও সুরকারের গান আমি গাইতে পেরেছি। গানটি লিখেছেন কাওসার আহমেদ চৌধুরী, সুর করেছেন লাকী আখান্দ্। দুজনই আজ আমাদের মধ্যে নেই। কিন্তু এই দুজনের গান রয়ে গেছে, যা আমার কণ্ঠে প্রকাশ পাবে। লাকী আখান্দ্ বেঁচে থাকতে সুর করেছিলেন গানটি। দরদ দিয়ে, আবেগ দিয়ে গানটি গেয়েছি। আমজাদ হোসেন চমৎকার মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন, যেন গানে লাকী আখান্দের আমেজটা বজায় থাকে। ‘বন্ধু রে’ গানটি নিয়ে আমি খুবই আশাবাদী। আশা করছি শ্রোতা-দর্শকের গানটি ভালো লাগবে।’

সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান ২০২৩-এ সম্মাননা জিতেছেন ওয়াহিদ আজাদ। রকস্টার জেমসের হাত থেকে সম্মাননা গ্রহণ করে ভীষণ উচ্ছ্বসিত তিনি। এই সম্মাননাপ্রাপ্তি তাঁর ভবিষ্যৎ পথচলাকে দারুণভাবে অনুপ্রাণিত করবে বলে জানিয়েছেন ওয়াহিদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত