Ajker Patrika

পাম অয়েলে কেমিক্যাল মিশিয়ে সয়াবিন তৈরি

দাউদকান্দি প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৫: ২১
Thumbnail image

দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের ছান্দ্রা গ্রামে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় পাম অয়েল ও পানির সঙ্গে সাবান তৈরির বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে সয়বিন তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এমনকি এসব ভেজাল তেল ওজনে কম দিয়ে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল।

এ ছাড়া এখানে তৈরি সসেও বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করার প্রমাণ মেলে। এসব অপরাধে একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আবির কনজিউমার ফুড প্রডাক্টে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে সয়াবিন তেল তৈরিতে সাবানে ব্যবহৃত বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া বাজারজাতকরণের উদ্দেশ্যে প্লাস্টিকের বোতল ও টিনের কৌটায় লিটারে ১০০ গ্রাম করে কম দেওয়া হচ্ছে। সেই সঙ্গে বোতলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে লিটারপ্রতি ২০ টাকা বেশি দাম মুদ্রিত করা হয়েছে। অভিযানে ২০ হাজার খালি বোতলের মুদ্রণ কাগজও জব্দ করা হয়। এ ছাড়া এখানে বানানো সসেও কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। এসব ভেজাল পণ্যও জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা বলেন, দীর্ঘদিন আবির কনজিউমার ফুড প্রডাক্ট নামের প্রতিষ্ঠানটি অনিয়মের সঙ্গে ব্যবসা পরিচালনা করছে। এমন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। রমজান মাস উপলক্ষে এসব ভেজাল তেল ও সস বাজারজাত করা হচ্ছিল। প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম-দুর্নীতি প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিক মো. রকিব উদ্দিনকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত