Ajker Patrika

আগৈলঝাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৩: ২৭
আগৈলঝাড়ায়  অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরিশালের আগৈলঝাড়ার পয়সারহাট ও পূর্ব সুজনকাঠী নামের দুটি স্থানে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করছিলেন প্রভাবশালী গোপাল হালদার ও ফারুক আকন।

স্থানীয়দের অভিযোগের পর গতকাল সোমবার সকালে উচ্ছেদ অভিযান চালায় আগৈলঝাড়া উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু সরকারি জায়গা দখল করে নির্মাণাধীন দুটি দোকানঘর উচ্ছেদ করেন।

জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার পয়সারহাটে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে গোপাল হালদার ও পূর্বসুজনকাঠী সেতু সংলগ্ন স্থানে অবৈধভাবে খাল দখল করে ফারুক আকন কাঠের দোকানঘর নির্মাণ শুরু করেন। দোকানের বেশির ভাগ অংশ খালের মধ্যে ও সরকারি জায়গায় পড়েছে বলে অভিযোগ রয়েছে। দখলকারীদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পাচ্ছিলেন না। এই অবৈধ স্থাপনা নির্মাণ হলে খালের পানি প্রবাহে বাধাগ্রস্তসহ সরকারি জায়গা দখল হয়ে যেত। ফলে আগামী বছর ইরি-বোরো মৌসুমে ধান চাষে পানির সমস্যায় পড়তে হবে কৃষকদের।

এলাকাবাসী অবৈধ দখল উচ্ছেদের দাবি জানিয়েছিল উপজেলা প্রশাসনের কাছে। এ ঘটনার পরে উপজেলা প্রশাসন গতকাল সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু খাল দখল করা দোকান ঘর ও সরকারি জায়গা দখল করে নির্মাণাধীন কাঠের দুটি দোকানঘরই উচ্ছেদ করেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে উপস্থিত ছিলেন, থানার উপপরিদর্শক মাহাবুবসহ পুলিশ সদস্যরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু জানান, এলাকাবাসীর অভিযোগের পর অবৈধ দোকানঘর দুটি উচ্ছেদ করা হয়েছে। খাল দখল করে অবৈধভাবে কোনো ব্যক্তিকেই দোকানঘর নির্মাণ করতে দেওয়া হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

৯ মিনিটেই শেষ ট্রেনের অগ্রিম টিকিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত